RG Kar Incident-Mohan Bhagwat: কলকাতায় এসে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। তাঁর সাফ কথা, "এই ধরনের ঘটনা মোকাবিলার দায়িত্ব সরকারের। দোষীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার জন্য সরকার যে পদক্ষেপ করবে তাতে তাঁদের পূর্ণ সমর্থন থাকবে।"
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস খুন নিয়ে প্রতিবাদে মুখর গোটা দেশ। 'জাস্টিস ফর আরজি কর' স্লোগানে বাংলা উত্তাল। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চাইছে আট থেকে আশি।
এবার কলকাতার সরকারি হাসপাতালের এই ঘটনা নিয়ে মুখ খুললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। এমন ঘটনা বন্ধ করতে প্রশাসন যে পদক্ষেপ করবে তাতে তাঁদের পূর্ণ সমর্থন থাকবে বলেও তিনি জানিয়েছেন।
আরও পড়ুন- RG Kar Case in Supreme Court: ফের স্ট্যাটাস রিপোর্ট জমার নির্দেশ CBI-কে, মামলার পরবর্তী শুনানি ১৭ সেপ্টেম্বর
আরজি কর নিয়ে কী বললেন মোহন ভাগবত?
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধানের কথায়, "ভারতের সংস্কৃতি চিরকাল মহিলাদের মাতৃ শক্তি হিসেবে আরাধনা করে এসেছে। সীতাহরণ যখন হয়েছে তারপরেই হয়েছে রামায়ণ। ঠিক তেমনই দ্রৌপদীর বস্ত্রহরণের পর মহাভারতের রচনা হয়েছে। এহেন ভারতবর্ষে এমন ঘটনা কীভাবে ঘটল? আমাদের প্রত্যেককে আরও বেশি সচেতন হতে হবে। যা ঘটেছে তাতে গোটা দেশ উদ্বেগে রয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। সেই দায়িত্ব পালন করতে সরকার যে পদক্ষেপ করবে তাতেই আমাদের পূর্ণ সমর্থন থাকবে।"
আরও পড়ুন- Offbeat Places: পাহাড়ি গ্রামের ভুবনভোলানো রূপ আর মন্ত্রমুগ্ধকর পরিবেশ! উত্তরবঙ্গের এতল্লাট এক কথায় অসাধারণ
আরও পড়ুন- West Bengal Weather Update: 'খেলা' শুরু নিম্নচাপের! তুমুল বৃষ্টির পূর্বাভাস, তালিকায় কোন কোন জেলা? দুর্যোগ চলবে কতদিন?
অন্যদিকে, আরজি কর কাণ্ডের তদন্ত চালিয়ে সোমবারই সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তবে ফের একবার এই মামলার স্ট্যাটাস রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত। আগামী ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার দ্বিতীয় শুনানির দিন ধার্য হয়েছে।