RG Kar Case: আরজি করে ধর্ষণ নাকি গণধর্ষণ? অপরাধ একজনেরই? CBI-এর অস্বস্তি বাড়িয়ে প্রশ্ন হাইকোর্টের

RG Kar Case: আরজি কর কাণ্ড নিয়ে ফের নয়া তৎপরতা। ফের শুনানি কলকাতা হাইকোর্টে। উচ্চ আদালতের পরপর প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।

RG Kar Case: আরজি কর কাণ্ড নিয়ে ফের নয়া তৎপরতা। ফের শুনানি কলকাতা হাইকোর্টে। উচ্চ আদালতের পরপর প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।

author-image
IE Bangla Web Desk
New Update
ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআই: হাইকোর্ট

Calcutta High Court: কলকাতা হাইকোর্ট।

RG Kar Case-Calcutta High Court: আবারও খবরের শিরোনামে আরজি করের (RG Kar) নারকীয় ধর্ষণ-খুনের ঘটনা। কলকাতা হাইকোর্টের চাঁচাছোলা প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI। আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ নাকি গণধর্ষণ? অপরাধ একজনেরই? নাকি একাধিক ব্যক্তি জড়িত? সিবিআইয়ের কাছে আজ জানতে চেয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্ত সংস্থাকে মামলার কেস ডায়েরি আনতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। আগামী ২৮ মার্চ কলকাতা হাইকোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি।

Advertisment

আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআই তদন্ত নিয়ে শুরু থেকেই নানা আপত্তি তুলেছিল নির্যাতিতার পরিবার। সিবিআই তদন্তে অনেকগুলি দিক এড়িয়ে গিয়েছে বলে তাদের মনে হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্যাতিতার পরিবারের জানানো নতুন করে আবেদনের শুনানি আজ শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। নতুন করে এই শুনানির প্রথম দিনেই উচ্চ আদালতের প্রশ্নের মুখে সিবিআই।

বিচারপতির তীর্থঙ্কর ঘোষ এদিন শুনানির শুরুতেই সিবিআই-এর কাছে জানতে চেয়েছেন, "আরজি করের ঘটনা গণধর্ষণ নাকি ধর্ষণ? এক্ষেত্রে অপরাধী কি একজনই নাকি আরও কেউ কেউ আছেন?" বিচারপতি আরও প্রশ্ন করেন, "কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে? সাজা প্রাপ্ত ব্যক্তিই কি একমাত্র অভিযুক্ত? নাকি আর কেউ আছে? এই মুহূর্তে এই মামলায় আপনারা কী করছেন? এটা গণধর্ষণ? নাকি তথ্য-প্রমাণ লোপাট?"

আরও পড়ুন- West Bengal News Live:হাইকোর্টে বড়সড় স্বস্তি 'কালীঘাটের কাকু'র, কেন্দ্রীয় বাহিনী নিয়ে একরাশ ক্ষোভ সুজয়কৃষ্ণ ভদ্রের

Advertisment

সিবিআইকে মামলার কেস ডায়েরি আনতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। এদিন বিচারপতি সিবিআইয়ের কাছ থেকে জানতে চান, "তদন্তের কোথাও গিয়ে কি আপনাদের মনে হয়েছে যে এটা গণধর্ষণের ঘটনা?"

এদিকে, নির্যাতিতার পরিবারের দাবি, হাসপাতালের নিরাপত্তারক্ষী ও নার্সদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। অতিরিক্ত সুপারকে এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি। মামলার স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হোক বলে দাবি করেছে নির্যাতিতার পরিবার।

আরও পড়ুন- Dilip Ghosh: চনমনে দিলীপ! জমিয়ে দেখছেন IPL, ইডেনে সৌরভ-জয় শাহের সঙ্গে ছবি তুলে পোস্ট

অন্যদিকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই প্রশ্নের উত্তরে সিবিআইয়ের তরফে আইনজীবী রাজদীপ মজুমদার এদিন বলেছেন, "আমাদের আরেকটু সময় চাই।" রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "নতুন করে কোনও তদন্তে রাজ্যের আপত্তি নেই। তবে আদালত কি ট্রায়ালের পর একথা বলতে পারে?" সেই সঙ্গে রাজ্য সরকারের তরফে এদিন আদালতে আরও প্রশ্ন তোলা হয়েছে, "এক বছর ধরে সিবিআই তদন্ত করছে। এই এক বছরে সিবিআই কী করল সেটা দেশের মানুষ জানতে চায়।"

High Court news of west bengal RG Kar Case news in west bengal cbi Bengali News Today Calcutta High Court