/indian-express-bangla/media/media_files/2025/01/18/ysGXIaYGFkiVlVj4TowI.jpg)
Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict: আরজি কর কাণ্ডে সাজা ঘোষণা সোমবার। শিয়ালদহ আদালতের বাইরের ছবি।
Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict:সোমবার আরজি কর কাণ্ডের সাজা ঘোষণা। শিয়ালদহ আদালতে আনা হয়েছে সঞ্জয় রায়কে (Sanay Roy)। সঞ্জয়ের ফাঁসির সাজা চাইছেন নির্যাতিতার বাবা-মা। তবে তাঁদের মেয়েকে ধর্ষণ ও খুনের ঘটনায় শুধু সঞ্জয় নয়, আরও অনেকে জড়িত রয়েছে বলে দাবিতে অনড় তাঁরা। প্রত্যেকের শাস্তির দাবি তুলেছেন তাঁরা।
বহু প্রতিক্ষীত আরজি কর কাণ্ডের (RG Kar Incident) সাজা ঘোষণা সোমবার। শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবেন। শিয়ালদহ আদালতে পৌঁছে গিয়েছেন আরজি করের নির্যাতিতা তরুণীর বাবা-মা।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা-মা জানিয়েছেন, নৃশংস কাণ্ডে সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চাইছেন তাঁরা। তবে শুরু থেকেই তাদের দাবি ছিল, এই ঘটনায় সঞ্জয় ছাড়া আরও অনেকের যোগ রয়েছে।
আজও সেই একই দাবিতে অনড় রইলেন তাঁরা। সংবাদ মাধ্যমকে নির্যাতিতা তরুণীর বাবা বলেন, "আরও অনেকে যুক্ত রয়েছে। সবাই শাস্তি পাবে। এই কাজের জন্য যতদূর লড়তে হয় আমরা লড়ব।" অন্যদিকে, নির্যাতিতার মা বলেন, "৫ দিনে পুলিশ যে তদন্ত করেছিল ৫ মাসে CBI সেই একই তদন্ত করল।"
আরও পড়ুন- West Bengal News Live: আজ জামিন পাবেন চিন্ময়কৃষ্ণ দাস? বাংলাদেশ হাইকোর্টে শুনানির সম্ভাবনা