Advertisment

RG Kar Case Sealdah Court Verdict: সাজা ঘোষণার আগের দিন জেলে 'তাপ-উত্তাপ' নেই সঞ্জয়ের, চুটিয়ে খেললেন ক্যারাম

RG Kar Doctor Rape and Murder Case Sealdah Court Verdict: আরজি কর কাণ্ডে গত শনিবারই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত। ওই দিন আদালতে ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয়।

author-image
IE Bangla Web Desk
New Update
CBI will conduct narco test of Sanjay Roy in RG kar case, সঞ্জয় রায়, আরজি কর

Sealdah Court rg kar case Verdict: শনিবারই আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদহ আদালত।

Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict: আরজি কর (RG Kar) কাণ্ডে গত শনিবারই সঞ্জয় রায়কে (Sanjay Roy) দোষী সাব্যস্ত করেছিল শিয়ালদা আদালত। আজ অর্থাৎ সোমবার তার সাজা ঘোষণা হবে বলে জানিয়ে দিয়েছিলেন বিচারক। তবে এসব নিয়ে রবিবার বিশেষ একটা তাপ-উত্তাপ চোখে পড়েনি সঞ্জয় চোখে-মুখে কিংবা আচার-আচরণে।

Advertisment

জেলে গতকাল দিব্যি খাওয়া-দাওয়া করেছেন সঞ্জয় রায়। জেলকর্মীদের নানা প্রশ্নও করেছেন তিনি। প্রেসিডেন্সি জেল সূত্রে জানা গিয়েছে, শনিবার দোষী সাব্যস্ত হওয়ার পর সেদিন রাতে আর কিছু খায়নি সঞ্জয়। তবে রবিবার সকাল থেকে তার আচার-আচরণে বিরাট কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়নি। জেলে স্বাভাবিক আচরণ করেছে সঞ্জয়। এমনকী অন্যদের সঙ্গে ক্যারামও খেলেছে দিব্যি।

সঞ্জয়ের ফাঁসি না যাবজ্জীবন? তা জানা যাবে কিছুক্ষণের মধ্যেই। তবে প্রেসিডেন্সি জেলে শনিবার থেকেই সঞ্জয়ের ওপর নজরদারি বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়েছিল। দোষী সাব্যস্ত হওয়ার পর শনিবার জেলে ফেরার পর থেকেই সঞ্জয়ের সেলে বসেছিল বাড়তি ক্যামেরা।

আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict:'ফাঁসিকাঠ কোন দিকে, সাজার বিরুদ্ধে আবেদন কীভাবে?', সঞ্জয়ের প্রশ্নে-প্রশ্নে জেরবার জেলকর্মীরা

Advertisment

জেল সূত্রে খবর, রবিবার দিনভর কর্মীদের প্রশ্নে-প্রশ্নে জেরবার করেছে সঞ্জয়। ফাঁসিকাঁঠটা ঠিক কোন দিকে, ফাঁসির বিরুদ্ধে আবেদন করতে গেলে কী কী ভাবে এগোতে হয়, এমনই সব প্রশ্ন করেছে সঞ্জয় রায়। তবে সঞ্জয়কে কোনও প্রশ্নেরই উত্তর দেননি জেলকর্মীরা।

আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict: সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাইছেন নির্যাতিতার বাবা-মা, 'CBI ঠিকঠাক তদন্তটাই করল না', আক্ষেপ পরিবারের

Bangla News Bengali News Today RG Kar Medical College RG Kar Case news in west bengal news of west bengal Sanjay Roy RG Kar Doctor Murder Case Verdict kolkata rg kar case verdict
Advertisment