Sealdah Court RG Kar Doctor Rape and Murder Case Verdict: সোমবার আরজি কর কাণ্ডের সাজা ঘোষণা। এর আগে শনিবারই শিয়ালদহ আদালতের বিচারক সঞ্জয় রায়কে (Sanjay Roy) জানিয়ে দিয়েছিলেন, সাজা সঞ্জয় পাচ্ছেনই, তবে কী সাজা, সেটা সোমবার অর্থাৎ আজ তিনি জানাবেন। তার আগে জেলে রবিবার দিনভর কর্মীদের প্রশ্নে-প্রশ্নে জেরবার করেছেন সঞ্জয় রায়। এমনই খবর সূত্রের।
আজ সাজা ঘোষণা সঞ্জয় রায়ের। ফাঁসি না যাবজ্জীবন? তা জানা যাবে কিছুক্ষণের মধ্যেই। তবে প্রেসিডেন্সি জেলে শনিবার থেকেই সঞ্জয়ের ওপর নজরদারি বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়েছিল। দোষী সাব্যস্ত হওয়ার পর শনিবার জেলে ফেরার পর থেকেই সঞ্জয়ের সেলে বসেছিল বাড়তি ক্যামেরা।
জেল সূত্রে খবর, রবিবার দিনভর কর্মীদের প্রশ্নে-প্রশ্নে জেরবার করেছে সঞ্জয়। ফাঁসিকাঁঠটা ঠিক কোন দিকে, ফাঁসির বিরুদ্ধে আবেদন করতে গেলে কী কী ভাবে এগোতে হয়, এমনই সব প্রশ্ন করেছে সঞ্জয় রায়। তবে সঞ্জয়কে কোনও প্রশ্নেরই উত্তর দেননি জেলকর্মীরা।
আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict: সঞ্জয়ের মৃত্যুদণ্ড চাইছেন নির্যাতিতার বাবা-মা, 'CBI ঠিকঠাক তদন্তটাই করল না', আক্ষেপ পরিবারের
শনিবার রাতেই সঞ্জয় রায়ের শারীরিক পরীক্ষা করে গিয়েছিলেন চিকিৎসকরা। স্বাস্থ্য পরীক্ষা হয়েছে জেলে। রবিবারও সঞ্জয়ের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে প্রেসিডেন্সি জেলে। তবে রবিবার সঞ্জয়ের চোখে-মুখে উদ্বেগের ছাপ ছিল স্পষ্ট।
আরও পড়ুন- West Bengal News Live: আজ জামিন পাবেন চিন্ময়কৃষ্ণ দাস? বাংলাদেশ হাইকোর্টে শুনানির সম্ভাবনা
গত শনিবার তাকে দোষী সাব্যস্ত করার পরেই সঞ্জয় রায় আদালত কক্ষে চিৎকার শুরু করে দিয়েছিল। সে দোষী নয়, তাকে ফাঁসানো হয়েছে বলে বারবার বিচারকের উদ্দেশ্যে বলতে থাকেন সঞ্জয় রায়। সেদিন সঞ্জয়কে আদালত কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন- RG Kar Case Sealdah Court Verdict Live Updates: শিয়ালদা কোর্টে নিয়ে আসা হল সঞ্জয়কে, কিছুক্ষণেই সাজা ঘোষণা