/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/supreme-court1.jpg)
Supreme Court: সুপ্রিম কোর্ট।
rg kar case, Supreme Court grant slain doctors familys plea: আরজি কর মামলার (RG Kar Case) শুনানি হবে কলকাতা হাইকোর্টে, নিহত চিকিৎসকের বাবা-মায়ের আবেদনকেই শেষমেশ মান্যতা দিল শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল। সেই শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়েছে, নিহত চিকিৎসকের বাবা-মায়ের করা নতুন করে আবেদনের ভিত্তিতে মামলার শুনানি কলকাতা হাইকোর্টেই হবে।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণীর চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তভার নেয় CBI। তবে কেন্দ্রীয় সংস্থার তদন্তের ধরন নিয়ে শুরু থেকে বেশ কিছু আপত্তি তুলেছিল নির্যাতিতা চিকিৎসকের পরিবার। সিবিআই তদন্ত নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল নির্যাতিতার বাবা-মাকে।
শেষমেষ মেয়ের মৃত্যু নিয়ে সিবিআই তদন্তে অসন্তোষ জানিয়ে আদালতের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা-মা। আদালত যাতে তাঁদের মেয়ের মৃত্যুতে নতুন করে তদন্তের নির্দেশ দেয় সে ব্যাপারে আবেদন জানান নিহত চিকিৎসকের বাবা-মা।
সোমবার সুপ্রিম কোর্টে আইনজীবী করুনা নন্দী জানান, নির্যাতিতা চিকিৎসকের পরিবারের নতুন পিটিশনের শুনানি কলকাতা হাইকোর্টে হলে সুবিধা হয়। নির্যাতিতার বাবা-মায়ের পক্ষে কলকাতা থেকে দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেওয়ার ক্ষেত্রে খরচ একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে বলে আইনজীবী জানান।
এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে শুনানি হলে নির্যাতিতার পরিবার উপকৃত হবেন বলে তিনি জানান। এরপরেই সুপ্রিম কোর্ট নির্যাতিতার পরিবারের সেই আবেদনকে মান্যতা দিয়েছে। সুতরাং কলকাতা হাইকোর্টেই এবার আরজি কর মামলার শুনানি হবে। নিহত তরুণী চিকিৎসকের বাবা-মায়ের দায়ের করা নতুন করে মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে।