Humayun Kabir attacks Shuvendu Adhikari again: নিজের অবস্থান থেকে এক চুলও সরছেন না হুমায়ুন কবীর (Humayun Kabir)। বরং সোমবার শুভেন্দু অধিকারী সম্পর্কে আরও একবার চাঁচাছোলা ভাষায় তোপ দেগেছেন হুমায়ুন। অন্যদিকে, হুমায়ুন কবীরের দেওয়া শোকজের উত্তরেও একেবারেই সন্তুষ্ট নয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি মঙ্গলবার তাঁকে ডেকে পাঠিয়েছে। ওই দিনই হুমায়ুন সম্পর্কে দলের অবস্থান স্পষ্ট করে তাঁকে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
ফের শুভেন্দুকে আক্রমণ করে কী বলেছেন হুমায়ুন?
"আমি আমার বক্তব্য ক্লিয়ার করে দিয়েছি। শোকজের উত্তরও আমি দিয়েছি। আমি কোনও অন্যায় করিনি। বিধানসভার ভিতরে কিছু বলিনি। আমি কোনও অপরাধ করিনি। শোকজে আমি ভয় পাই না। আমি আমার সিদ্ধান্তে অনড়। আজ তো শুভেন্দু অধিকারী ভয়ে দিল্লি পালিয়ে গেলেন। দলের মধ্যে আমার প্রচুর শত্রু। আমার শত্রু তো BJP, কংগ্রেস, সিপিএম হওয়া উচিত। দুঃখের বিষয় আজকের দিনে কংগ্রেস,CPM, বিজেপি-তে আমার যা শত্রু আছে তার চেয়ে বেশি শত্রু আছে তৃণমূলেই।"
এরপরেই বিরোধী দলনেতাকে কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "মুর্শিদাবাদে ওঁর (শুভেন্দু অধিকারী) গাড়ির চাকা আমি ঘুরতে দেব না। অধীর চৌধুরীকে আমি আড়াই ঘন্টা আটকে রেখেছিলাম। তখন উনি রেলের প্রতিমন্ত্রী। মুখ্যমন্ত্রী ফোন করায় তারপর ছেড়েছি। এক্ষেত্রেও আমি দেখব কী করে ঢোকে। আমার জেলার কোনও কোনও নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখে। আমার জেলা সভাপতি অপূর্ব সরকারের সঙ্গে শুভেন্দুর ভাইয়ের সরাসরি সম্পর্ক আছে। রাজ্য নেতারা চাইলে আমি প্রমাণ করে দেব।"
আরও পড়ুন- West Bengal News Live: আরজি কর মামলা নিয়ে বড় খবর! নিহত চিকিৎসকের পরিবারের আবেদনকে মান্যতা দিল সুপ্রিম কোর্ট?
উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুসলিম বিধায়কদের 'চ্যাংদোলা' করে বের করে দেওয়ার হুমকি দেওয়ার পরপরই তুমুল বিতর্ক তৈরি হয়। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর পাল্টা শুভেন্দুকে 'ঠুসে দেব' বলেছিলেন। যা নিয়েও ব্যাপক জলঘোলা হয় তৃণমূলের অন্দরে।
আরও পড়ুন- Suvendu-Mamata: 'ভোটব্যাঙ্ক গুছোতেই আজ ফুরফুরায় মমতা', বেনজির আক্রমণ শুভেন্দুর
শাসকদলের শৃঙ্খলারক্ষা কমিটি শোকজ করেছিল হুমায়ুন কবীরকে। সেই শোকজের জবাবও দিয়েছেন হুমায়ুন। তবে সেই জবাবে সন্তুষ্ট নয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, এমনই খবর তৃণমূলের সূত্রের। মঙ্গলবার হুমায়ুন কবীরকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ওই দিনই তাঁকে দলের তরফে সিদ্ধান্ত জানিয়ে দেবেন তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়।
আরও পড়ুন- Taslima Nasrin: 'কলকাতায় ফেরানো হোক তসলিমাকে', রাজ্যসভায় সোচ্চার সাংসদ