New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/07/cZ1eq83jg12Qj6lFAIPn.jpg)
Supreme Court: সুপ্রিম কোর্ট।
Supreme Court: সুপ্রিম কোর্ট।
RG Kar case: আরজি করের (RG Kar) নির্যাতিতার পরিবারকে তাড়াহুড়ো করতে মানা সুপ্রিম কোর্টের। নির্যাতিতার বাবা-মা তাদের দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিয়েছেন এই মামলা নিয়ে তাড়াহুড়োর কোনও প্রয়োজন নেই। আগামী ১৭ মার্চ এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।
আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। চিকিৎসক ধর্ষণ-খুনে তদন্ত করছে CBI। তবে সেই তদন্তে খুশি নয় নির্যাতিতার পরিবার। কেন্দ্রীয় তদন্ত সংস্থার ধরন নিয়ে শুরু থেকে আপত্তি ছিল নির্যাতিতার পরিবারের। পরিবারের দাবি, সিবিআই তদন্তে অনেক ত্রুটি রয়েছে।
কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্যাতিতার পরিবার প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। পরবর্তী সময়ে একই আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে এই আবেদনের শুনানির দিন ধার্য হয় আগামী ১৭ মার্চ। দ্রুত শুনানির আবেদন জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না নির্যাতিতার পরিবারকে জানান, এই আবেদন নিয়ে তাড়াহুড়ো করার কোনও প্রয়োজন নেই। আগামী ১৭ ই মার্চ এই মামলার শুনানি হবে।
আরও পড়ুন- West Bengal News Live: আরজি কর মামলা, হাইকোর্টে বিরাট ধাক্কা রাজ্যের, আবেদন ফেরাল বিচারপতির বেঞ্চ
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী-চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। ওই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম নয় বলেই মনে করেছেন শিয়ালদা আদালতের বিচারক। এদিকে সেই কারণেই সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন- New Town: নিউটাউনে তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার, ধর্ষণ করে খুন? তদন্তে পুলিশ
অন্যদিকে, সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। রাজ্যের সেই আবেদন গ্রহণই করেনি উচ্চ আদালত। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সঞ্জয়ের ফাঁসির শাস্তির দাবি জানানোর অধিকার রয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই-এর।
আরও পড়ুন- Bangladesh:ভাঙচুর-অগ্নি সংযোগে কড়া ব্যবস্থা, প্রবল সমালোচনার মুখে বিবৃতি ইউনুস সরকারের