RG Kar Doctor Murder Case Verdict: দুপুরেই আরজি কর মামলার রায়, আগেই আদালত চত্বরে বিপুল জমায়েতের ডাক

RG Kar Doctor Rape and Murder Case Verdict: আরজি কর মামলার রায়দানকে কেন্দ্র করে শিয়ালদহ আদালতের বাইরে কড়া পুলিশি প্রহরার বন্দোবস্ত করা হয়েছে। কম-বেশি ৩০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

RG Kar Doctor Rape and Murder Case Verdict: আরজি কর মামলার রায়দানকে কেন্দ্র করে শিয়ালদহ আদালতের বাইরে কড়া পুলিশি প্রহরার বন্দোবস্ত করা হয়েছে। কম-বেশি ৩০০ পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
rg kar case,karuna nandy,supreme court,west bengal news,আরজি কর মামলা,সুপ্রিম কোর্ট

rg kar case latest news: প্রতীকী ছবি।

Kolkata Court RG Kar Doctor Rape and Murder Case Verdict: শনিবার দুপুরেই আরজিকর মামলার (RG Kar Case) রায় ঘোষণা। তার আগেই শিয়ালদহ আদালতের বাইরে বিপুল জমায়েতের ডাক জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের একাধিক সংগঠনের। চিকিৎসকদের জমায়েতে সামিল থাকবেন নার্সরাও। নার্সদের কয়েকটি সংগঠনও এই জমায়েতে সামিল থাকবে। এদিকে আজ আরজি কর মামলার রায়দানকে কেন্দ্র করে আগে থেকে শিয়ালদহ আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।

Advertisment

আজ দুপুরেই বহু প্রতীক্ষিত আরজি কর মামলার রায়দান। মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি না যাবজ্জীবন? নজর সেদিকেই। দুপুর দুটো নাগাদ আজ শিয়ালদা আদালতে এই রায়দান পর্ব শুরু হতে পারে। এদিকে আজ রায় ঘোষণার আগে শিয়ালদহ আদালতে জমায়েতের ডাক দিয়েছে ডাক্তার ও নার্সের মোট চারটি সংগঠন। সাধারণ মানুষকেও এই জমায়েতে সামিল থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনে এখনও পর্যন্ত সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে দেখিয়েছে সিবিআই। আজ চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের মামলায় রায়দান করতে চলেছে শিয়ালদহের অতিরিক্ত দায়রা বিচারকের আদালত।

আরও পড়ুন- RG Kar Doctor Murder Case Verdict Live Updates: লড়তে তৈরি! রায়দানের দিনও মেয়ের ন্যায়বিচার ছিনিয়ে আনতে লড়াই জারির বার্তা বৃদ্ধ মা-বাবার

Advertisment

তবে নির্যাতিতার বাবা বলেছেন, "বিচার শেষ করে আদালত রায় দিতে চলেছে ঠিকই। কিন্তু আমরা খুশি নই। অনেক প্রশ্ন আমাদের মনে। সত্যি সামনে আসেনি। আমাদের লড়াই জারি থাকবে।" 

আরও পড়ুন- Police: 'পুলিশ যা করেছে ঠিক করেছে', সাজ্জাককে গুলি-গুলি কাণ্ডে প্রশাসনের প্রশংসায় BJP

Bangla News news of west bengal news in west bengal RG Kar Case RG Kar Case kolkata rg kar case verdict RG Kar Doctor Murder Case Verdict Bengali News Today