Police: 'পুলিশ যা করেছে ঠিক করেছে', সাজ্জাককে গুলি-গুলি কাণ্ডে প্রশাসনের প্রশংসায় BJP

Uttar Dinajpur News: গত বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশকে গুলি করে পালিয়ে যায় সাজ্জাক আলম নামে ওি দুষ্কৃতী। বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সাজ্জাক।

Uttar Dinajpur News: গত বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিশকে গুলি করে পালিয়ে যায় সাজ্জাক আলম নামে ওি দুষ্কৃতী। বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল সাজ্জাক।

author-image
IE Bangla Web Desk
New Update
Malda News,Malda TMC leader Dulal Sarkar murder Case,Malda TMC leader murder update,west bengal news,মালদার খবর

Uttar Dinajpur News: প্রতীকী ছবি।

Uttar Dinajpur News: গত বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য গুলি করে পালিয়ে গিয়েছিল আসামি সাজ্জাক আলম। পলাতক সাজ্জাকের খোঁজে পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছিল পুলিশ। দিন কয়েক হন্যে হয়ে খোঁজার পর এবার সেই পুলিশের গুলিতেই নিহত হয়েছে সাজ্জাক। এদিকে, পুলিশের এই ভূমিকার দরাজ প্রশংসায় বিজেপি নেতা সজল ঘোষ।

Advertisment

"গুলি চালালে গুলি খেতে হবে। তবে সব ক্ষেত্রেই যেন এটা হয়। পুলিশ যা করেছে ঠিক করেছে। পুলিশ গুলি খাবে আর তারপর বসে বসে দেখবে সেটা হয় না।" সাজ্জাককে গুলি-কাণ্ডে সংবাদমাধ্যমে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ।

উল্লেখ্য, গত বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য করে পালিয়ে গিয়েছিল আসামি সাজ্জাক আলাম। পুলিশের দাবি, গোয়ালপোখর থানার সাহাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুরে সীমান্ত পার করে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সাজ্জাক। সেই সময় তিন রাউন্ড গুলি চালায় পুলিশ। পুলিশের গুলি গিয়ে লাগে সাজ্জাকের গায়ে। জখম অবস্থায় তাকে লোধন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন- Uttar Dinajpur News: গ্রাম ঘিরে ধরে অভিযান, পুলিশকে গুলি করে চম্পট সাজ্জাক খতম পুলিশেরই গুলিতেই!

Advertisment

সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বলেছিলেন, যে দুষ্কৃতীরা যদি পুলিশকে লক্ষ্য করে একটি গুলি চালায়, তাহলে পুলিশ চারটি গুলি চালাবে। এরপর উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ার ঘটনাস্থল পরিদর্শনে যান রাজীব কুমার এবং উচ্চপদস্থ পুলিশকর্তাদের সঙ্গে কথা বলেন। তারপরই পুলিশ সরাসরি অ্যাকশনে নামে।

আরও পড়ুন- West Bengal News Live: উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, ২১ জানুয়ারি তিন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক

দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় রাজ্য পুলিশ এবং উপরমহল থেকে বার্তা আসে যেভাবেই হোক দ্রুত ব্যবস্থা নিতে হবে। তারপরেই সাজ্জাককে এনকাউন্টার করার খবর চাউর হয়। পুলিশের দাবি, বাংলাদেশে পালিয়ে যাচ্ছিল সাজ্জাক।

আরও পড়ুন-RG Kar Doctor Murder Case Verdict Live Updates: লড়তে তৈরি! রায়দানের দিনও মেয়ের ন্যায়বিচার ছিনিয়ে আনতে লড়াই জারির বার্তা বৃদ্ধ মা-বাবার

police Bangla News news of west bengal news in west bengal Encounter Bengali News Today