/indian-express-bangla/media/media_files/2024/11/07/MKLVemBAE6Oexa1EsiYT.jpg)
supreme court: সুপ্রিম কোর্ট।
rg kar case will hear on supreme court on 29 january: সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল আরজি কর মামলার (RG Kar Case) শুনানি। বুধবার বেলা দু'টো নাগাদ শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়ার পর এই প্রথম সেই মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। তবে এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে।
আগামী ২৯ জানুয়ারি অর্থাৎ পরের বুধবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনে সঞ্জয় রায়ের (Sanjay Roy) সাজা ঘোষণার পর এই প্রথম মামলার শুনানিটি ছিল সুপ্রিম কোর্টে। সঞ্জয়ের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডই প্রাপ্য, সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার। রাজ্যের সেই আবেদনকে পাল্টা চ্যালেঞ্জ করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI। রাজ্য সরকারের এই আবেদনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
এদিকে সর্বোচ্চ আদালতে আরজি কর নিয়ে দুটি মামলা চলছে। চিকিৎসক ধর্ষণ-খুনের মামলার পাশাপাশি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতি বিষয়ক মামলা চলছে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে এর আগে বেশ কয়েকবার আরজি কর মামলার শুনানি হয়েছে। আজ ফের একবার আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে। তবে সেই শুনানি আজ পিছিয়ে গেছে। আগামী বুধবার অর্থাৎ ২৯ জানুয়ারি শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি হবে।
উল্লেখ্য, গত সোমবারই আরজি করে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। সঞ্জয়ের অপরাধ বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় বলেই মনে করেছেন বিচারক অনির্বাণ দাস। যদিও শিয়ালদহ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন- Cyber Crime: ফেসবুকের বিজ্ঞাপনে বিপুল মুনাফার 'টোপ'! লক্ষাধিক টাকা খুইয়ে পুলিশের দ্বারস্থ প্রতারিত
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us