New Update
/indian-express-bangla/media/media_files/2025/01/22/KJXgRQ2qSCSAqleX6wtU.jpg)
Cyber Crime: প্রতারণার দায়ে গ্রেপ্তার অভিযুক্ত।
Cyber Crime: প্রতারণার দায়ে গ্রেপ্তার অভিযুক্ত।
Bidhannagar Cyber Crime Police arrested one for cheating by advertising on social media: সোশ্যাল মিডিয়ায় সামান্য লগ্নিতে মোটা টাকা উপার্জনের টোপ গিলে ফেলেছিলেন এক ব্যক্তি। এরপর প্রতারকদের খপ্পরে পড়তেই পকেট গড়ের মাঠ! বিধান নগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ প্রতারিতের। তদন্তে নেমে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিজ্ঞাপন এড়িয়ে চলার জন্য নানা সময়ে পুলিশের তরফে সতর্কতামূলক প্রচার চালানো হয়। তবুও অনেক ক্ষেত্রেই প্রতারকদের চটকদার প্রলোভনের টোপ যে সবাই এড়িয়ে যেতে পারেন না, সল্টলেকের সাম্র্পতিকতম এই ঘটনা তারই প্রমাণ।
ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের চটকদার বিজ্ঞাপন দেয় প্রতারকরা। পুলিশ প্রশাসনের তরফে বারবার এই ধরনের প্রলোভন এড়ানোর সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তাতেও কর্ণপাত করছেন না কেউ কেউ। তারই কড়া মাশুল গুণতে হল সল্টলেকের EC ব্লকের বাসিন্দা সাহেল আগারওয়াল নামে এক ব্যক্তিকে।
সম্প্রতি ফেসবুকে (Facebook) একটি বিজ্ঞাপন দেখে একটি whatsapp গ্রুপে যুক্ত হয়ে পড়েন ওই ব্যক্তি। ওই বিজ্ঞাপনে শেয়ার মার্কেটে বিনিয়োগের মাধ্যমে মোটা টাকা উপার্জনের কথা বলা হয়েছিল বলে দাবি তাঁর। আগে-পিছু কিছু না ভেবে বিপুল মুনাফার লোভে ওই গ্রুপে তিনি যুক্ত হয়ে পড়েন।
এরপরই প্রতারকদের পুরোপুরি খপ্পরে পড়ে যান তিনি। একে একে লক্ষাধিক টাকা তিনি বিনিয়োগ করে ফেলেন। তবে শেষমেশ বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপরই আর দেরি না করে বিধাননগর সাইবার ক্রাইম থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। ঠিক কোন বিজ্ঞাপন দেখে তিনি লগ্নি করেছিলেন সেটাও পুলিশকে খুলে জানিয়েছেন ওই ব্যক্তি।
অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে দিয়েছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তদন্ত নেমে ইএম বাইপাসের ধারে মুকুন্দপুর এলাকায় হানা দিয়েছিল পুলিশ। সেখান থেকেই দ্বীপ বারুই নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের অনুমান, এই চক্রে আরও অনেকে যুক্ত রয়েছে। ধৃতকে দফায় দফায় জেরা করে এই চক্রে যুক্ত বাকি প্রত্যেককে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
আরও পড়ুন- North 24 Parganas News: ফেলে মার ছেলের, সীমাহীন অত্যাচার বউমারও, নিদারুণ যন্ত্রণায় আত্মহত্যা বৃদ্ধের