/indian-express-bangla/media/media_files/2025/01/18/YQDEUUD1vaNaWa3jFLAC.jpg)
RG Kar Doctor Rape and Murder Case Verdict: আরজি কর কাণ্ডের তদন্তে CBI-এর ভূমিকায় ক্ষুব্ধ নির্যাতিতার পরিবারের।
Kolkata Court RG Kar Doctor Rape and Murder Case Verdict:আজ বহু প্রতীক্ষিত আরজি কর মামলার (RG Kar Case) রায়দান। শিয়ালদহ আদালতে সেই রায় ঘোষণার আগে নির্যাতিতার বাবা-মা ক্ষোভ উগরে দিয়েছেন CBI-এর বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের দাবি, কেন্দ্রীয় তদন্ত সংস্থা কোনও কাজই করেনি। সিবিআইয়ের উদাসীনতার জন্যই আসল দোষী ধরা পড়েনি বলে মনে করেন নির্যাতিতার বাবা।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। নারকীয় সেই ঘটনার ২৪ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে। কলকাতা পুলিশের দাবি ছিল, সঞ্জয়ই মূল অভিযুক্ত। পরবর্তী সময়ে এই ঘটনার তদন্তভার যায় কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে। সঞ্জয় রায়কে সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা পুলিশ।
শুধুই সঞ্জয় নয়, তাদের মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের পেছনে হাসপাতালেরই আরও কয়েকজনের যোগ রয়েছে বলে প্রথম থেকে দাবি করে আসছিলেন নির্যাতিতার বাবা-মা। চিকিৎসকদের সংগঠন সহ আরও একাংশের নাগরিকদেরও সেই একই দাবি। সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত হিসেবে মনে করেনি সিবিআই-ও। মাসের পর মাস তদন্ত চালিয়েও এই ঘটনায় সঞ্জয় ছাড়া আর কারও নাম উঠে আসেনি সিবিআই তদন্তে।
শনিবার আরজি কর মামলার রায় ঘোষণা। তার আগে নির্যাতিতার বাবা-মা ফের একবার প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার তদন্তের ধরন নিয়ে। তাদের দাবি, "সিবিআই কোনও কাজ করেনি। আসল দোষীকে ধরেইনি।" নির্যাতিতার বাবা আরও বলেছেন, "বিচার শেষ করে আদালত রায় দিতে চলেছে ঠিকই। কিন্তু আমরা খুশি নই। অনেক প্রশ্ন আমাদের মনে। সত্যি সামনে আসেনি। আমাদের লড়াই জারি থাকবে।"