/indian-express-bangla/media/media_files/2025/01/18/EMXOVVyS9CpwuGW3Kmml.jpg)
News in West bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Latest West Bengal News Highlights: স্যালাইন-কাণ্ড (Saline Controversy) নিয়ে তোলপাড় রাজ্যে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক প্রসূতির মৃত্যু এবং চারজনের অসুস্থ হওয়ায় এবার চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মৃত্যুর মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে CID। মুখ্যমন্ত্রী আগেই মেদিনীপুরের স্যালাইন-কাণ্ডে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত চিকিৎসকদের 'চাপে রাখার কৌশল' হিসেবেই দেখছে চিকিৎসকদের একাধিক সংগঠন।
এদিকে রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি-র মালদা সফরের কিছুক্ষণের মধ্যেই কালিয়াচকে তৃণমূলকর্মী খুনে মূল অভিযুক্ত জাকির শেখ গ্রেপ্তার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েকের মধ্যেই মালদায় আসছেন। তার আগে গতকাল মালদা গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং এডিজি জাভেদ শামিম। দুই পুলিশ কর্তার মালদা ঘুরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কালিয়াচক কান্ডে মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে, এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেশ কড়া অবস্থান নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার মোবাইল ফোন-সহ কেউ ধরা পড়লে এক বছর নয়, তিন বছর পর্যন্ত সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার সময় ফোন না আনার বিষয়ে বারবার পর্ষদের তরফে সচেতন করা হচ্ছে। এক্ষেত্রে অভিভাবকদেরও বাড়তি সচেতন হওয়ার বার্তা দিয়েছে পর্ষদ।
-
Jan 18, 2025 15:43 IST
West Bengal News Live:আদালতে চিৎকার সঞ্জয়ের
দীর্ঘ পাঁচ মাসের মাথায় আরজি কর কাণ্ডের (RG Kar Case) রায় ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় (Sanjoy Roy)। আদালতে রায় ঘোষণা হতেই চিৎকার জুড়ে দেয় সঞ্জয়। "আমাকে ফাঁসানো হচ্ছে। আমি কিছু করিনি।" আদালত কক্ষে দাঁড়িয়েই বিচারকের উদ্দেশ্যে বলতে থাকেন সঞ্জয় রায়।
বিস্তারিত পড়ুন- RG Kar Doctor Murder Case Verdict:'আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছু করিনি', আদালতে চিৎকার সঞ্জয়ের
-
Jan 18, 2025 14:37 IST
West Bengal News Live: চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সঞ্জয়
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। রায় ঘোষণা শিয়ালদা আদালতের। আগামী সোমবারই সঞ্জয়ের সাজা ঘোষণা করবে শিয়ালদা আদালত। আদালতে দাঁড়িয়ে এদিন ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছিল সঞ্জয়। যদিও সঞ্জয়ের সেই দাবি উড়িয়ে সঞ্জয়কেই দোষী বলে সাব্যস্ত করেছে শিয়ালদা আদালত।
-
Jan 18, 2025 14:19 IST
West Bengal News Live: বুড়ো আঙুলেই ইতিহাস রচনা বঙ্গতনয়ার!
এক মিনিটে পায়ের বুড়ো আঙুল 'ফাটাতে' পেরেছেন ১১৬ বার! আর তাতেই জায়গা হয়েছে 'ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস' (India Book of Records)-এ। এমনই এক অভিনব কাণ্ড ঘটিয়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন বীরভূমের চৈতালি গড়াই। বর্তমানে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে গবেষণারত এই পড়ুয়া। ছোট থেকেই তাঁর এই অভিনব বিষয়টি নজর কেড়েছিল সহপাঠী থেকে শুরু করে পরিজনদের। তবে চৈতালী জানান, তিনি কখনও ভাবেননি এই কাজের জন্য কোনও রেকর্ড হতে পারে। মজার ছলে ভিডিও করে 'ইণ্ডিয়া বুক অফ রেকর্ডস’ কর্তৃপক্ষকে পাঠিয়েছিলেন চৈতালি। তাতেই কিস্তিমাত হয়েছে। চৈতালীর হাতে উঠেছে স্মারক, শংসাপত্র, কলম, আই-কার্ড ও মেডেল।
বিস্তারিত পড়ুন- Success Story: পায়ের বুড়ো আঙুলেই ইতিহাস রচনা বঙ্গতনয়ার! বিরাট কীর্তিতে প্রশংসার ঝড়
-
Jan 18, 2025 13:51 IST
West Bengal News Live: বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি, ধৃত ১
বাংলার বাড়ি প্রকল্পের টাকা অন্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার বনগাঁ বিডিও অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী বিশ্বজিৎ মিত্র। অভিযুক্ত বিশ্বজিৎ মিত্রকে গতকাল রাতে গাইঘাটা এলাকা থেকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ । ধৃতকে ৭ দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহাকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্য আর এক অভিযুক্ত সঞ্জয় বোসের খোঁজে তল্লাশি চালাচ্ছে গোপালনগর থানার পুলিশ।
-
Jan 18, 2025 13:43 IST
West Bengal News Live:বিস্ফোরক আরজি করের নির্যাতিতার বাবা
বহু প্রতীক্ষিত আরজি কর মামলার (RG Kar Case) রায়দান আজ। তবে মেয়ের জন্য বিচার চেয়ে গত পাঁচ মাস ধরে যারা লড়াই করেছেন সেই নির্যাতিতার বাবা-মা আজ আদালতে যাচ্ছেন না। মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত না থাকার কারণ হিসেবে নির্যাতিতার বাবা, সংবাদসংস্থা ANI-কে জানিয়েছেন, CBI এবং আইনজীবী তাঁদের আদালতে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
বিস্তারিত পড়ুন-RG Kar Doctor Murder Case Verdict:মেয়ের মৃত্যুর বিচারের দিনেই বিস্ফোরক আরজি করের নির্যাতিতার বাবা, গেলেন না আদালতেও
-
Jan 18, 2025 13:09 IST
West Bengal News Live: বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল সাজ্জাকের
"বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল সাজ্জাকের। গতকাল রাতেই সাজ্জাকের গতিবিধির কথা জানতে পেরে যায় পুলিশ। সেই মতো ছোট ছোট দলে ভাগ হয়ে সাজ্জাককে ধরার পরিকল্পনা করা হয়। সাজ্জাকে ঘিরে ফেলতেই সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। তাতেই মৃত্যু সাজ্জাক আলামের।" সাংবাদিক বৈঠক করে জানালেন আইন শৃঙ্খলা জাভেদ শামিম।
-
Jan 18, 2025 12:32 IST
West Bengal News Live:আদালত চত্বরে বিপুল জমায়েতের ডাক
শনিবার দুপুরেই আরজিকর মামলার (RG Kar Case) রায় ঘোষণা। তার আগেই শিয়ালদহ আদালতের বাইরে বিপুল জমায়েতের ডাক জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের একাধিক সংগঠনের। চিকিৎসকদের জমায়েতে সামিল থাকবেন নার্সরাও। নার্সদের কয়েকটি সংগঠনও এই জমায়েতে সামিল থাকবে। এদিকে আজ আরজি কর মামলার রায়দানকে কেন্দ্র করে আগে থেকে শিয়ালদহ আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।
বিস্তারিত পড়ুন- RG Kar Doctor Murder Case Verdict: দুপুরেই আরজি কর মামলার রায়, আগেই আদালত চত্বরে বিপুল জমায়েতের ডাক
-
Jan 18, 2025 12:01 IST
West Bengal News Live:দিঘায় ট্রলারডুবি
দিঘায় ট্রলারডুবিকে কেন্দ্র করে চাঞ্চল্য। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ট্রলারের মধ্যে থাকা ১৪ জন মৎস্যজীবী। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত ওই ট্রলারের নাম সান ভি। শুক্রবার বিকেলে দিঘা মোহনার গ্রোয়িং বাঁধ এলাকা থেকে মৎস্য শিকারের জন্য বের হয় ওই ট্রলারটি। মাত্র কয়েক মিটার এগোতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি। তবে পাড়ের কাছে থাকায় সাঁতরে প্রাণে বেঁচেছেন মৎস্যজীবীরা। দুর্ঘটনার ফলে ট্রলারে জল ঢুকে যাওয়ায় গতকাল রাত পর্যন্ত উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। তবে ট্রলারের মৎস্যজীবীরা সকলেই নিরাপদে রয়েছেন।
-
Jan 18, 2025 11:52 IST
West Bengal News Live:পুলিশের প্রশংসায় BJP নেতা
গত বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশকে লক্ষ্য গুলি করে পালিয়ে গিয়েছিল আসামি সাজ্জাক আলম। পলাতক সাজ্জাকের খোঁজে পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছিল পুলিশ। দিন কয়েক হন্যে হয়ে খোঁজার পর এবার সেই পুলিশের গুলিতেই নিহত হয়েছে সাজ্জাক। এদিকে, পুলিশের এই ভূমিকার দরাজ প্রশংসায় বিজেপি নেতা সজল ঘোষ।
বিস্তারিত পড়ুন- Police: 'পুলিশ যা করেছে ঠিক করেছে', সাজ্জাককে গুলি-গুলি কাণ্ডে প্রশাসনের প্রশংসায় BJP -
Jan 18, 2025 11:05 IST
West Bengal News Live:ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা
আজ বহু প্রতীক্ষিত আরজি কর মামলার (RG Kar Case) রায়দান। শিয়ালদহ আদালতে সেই রায় ঘোষণার আগে নির্যাতিতার বাবা-মা ক্ষোভ উগরে দিয়েছেন CBI-এর বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের দাবি, কেন্দ্রীয় তদন্ত সংস্থা কোনও কাজই করেনি। সিবিআইয়ের উদাসীনতার জন্যই আসল দোষী ধরা পড়েনি বলে মনে করেন নির্যাতিতার বাবা।
বিস্তারিত পড়ুন- RG Kar Doctor Murder Case Verdict: 'CBI আসল দোষীকে ধরেইনি', আরজি কর রায়দানের আগে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা
-
Jan 18, 2025 10:28 IST
West Bengal News Live:সাজ্জাক খতম পুলিশেরই গুলিতেই!
পুলিশের এনকাউন্টারে হত পাঞ্জিপাড়াকাণ্ডে মূল অভিযুক্ত সাজ্জাক আলম? পুলিশের দাবি, গোয়ালপোখর থানার সাহাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুরে সীমান্ত পার করে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সাজ্জাক। সেই সময় তিন রাউন্ড গুলি চালায় পুলিশ। পুলিশের গুলি গিয়ে লাগে সাজ্জাকের গায়ে। জখম অবস্থায় তাকে লোধন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিস্তারিত পড়ুন- Uttar Dinajpur News: গ্রাম ঘিরে ধরে অভিযান, পুলিশকে গুলি করে চম্পট সাজ্জাক খতম পুলিশেরই গুলিতেই!
-
Jan 18, 2025 10:00 IST
West Bengal News Live: উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ জানুয়ারি আলিপুদুয়ারে পৌঁছোবেন মুখ্যমন্ত্রী। ওইদিনই আলিপুরদুয়ারে তিন জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন জেলায় উন্নয়নের কাজ নিয়ে আলোচনা হবে। গত লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপবনির্বাচনেও উত্তরবঙ্গে ভালো ফল করেছে তৃণমূল। ঠিক এই আবহে এবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
-
Jan 18, 2025 09:48 IST
West Bengal News Live: রোহিঙ্গা সন্দেহে আটক তিন
এবার রোহিঙ্গা সন্দেহে শিয়ালদহ স্টেশন থেকে তিনজনকে আটক করেছে জিআরপি। আটক তিনজনই মায়ানমারের বাসিন্দা বলে জানা গিয়েছে। বৈধ পরিচয়পত্র এবং পাসপোর্ট ছাড়া ভারতে ঢুকে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। শিয়ালদা স্টেশনে এক ব্যক্তি সহ দুই মহিলার গতিবিধি দেখেই সন্দেহ হয়। তারপরেই জিজ্ঞাসাবাদ করলে সত্যিটা সামনে বেরিয়ে আসে।
-
Jan 18, 2025 09:48 IST
West Bengal News Live: এনসিসি প্রশিক্ষণ
জলপাইগুড়ির ময়নাগুড়ি কলেজে এনসিসি-র প্রশিক্ষণ শিবির চলছে। ৬১ বেঙ্গল ব্যাটেলিয়নের তরফে ৮ দিনের একটি কম্বাইন্ড অ্যানুয়াল ট্রেনিং চলছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার মোট ১৬ টি বিদ্যালয় এবং কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবির। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
-
Jan 18, 2025 09:39 IST
West Bengal News Live:হাসপাতালের ছাদেই এয়ার অ্যাম্বুলেন্স
এবার খাস কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালের ছাদে নামল এয়ার অ্যাম্বুল্যান্স। পুরোদমে এই ব্যবস্থা চালু হলে বাংলার স্বাস্থ্য পরিষেবায় নতুন এক দিগন্ত খুলে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এবার হাসপাতালের ছাদেই নামবে এয়ার অ্যাম্বুলেন্স। প্রাথমিকভাবে বিষয়টিতে অনুমোদনও দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ এভিয়েশন বা DGCA। বাংলার স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতেই নজিরবিহীন এই তৎপরতা।
বিস্তারিত পড়ুন- West Bengal News Live: সঞ্জয়ই ধর্ষক ও খুনি? আর কয়েক ঘণ্টাতেই আরজি কর রায়
-
Jan 18, 2025 08:50 IST
West Bengal News Live:আবহাওয়ায় বিরাট বদল!
ভরা মাঘে শীতের দ্বিতীয় ইনিংস শুরুর আগেই ফের ধাক্কা। আবারও নেপথ্যে সেই পশ্চিমী ঝঞ্ঝা। তারই জেরে নতুন করে বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়ার গতিপথ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকেই তাপমাত্রা ফের একবার নামার কথা থাকলেও সম্ভবত সেটা হচ্ছে না। তবে আগামী দিন পাঁচেক শীতের আমেজে বিশেষ ভাঁটা পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। মাঘে শীতের ভয়াল মেজাজ আর দেখা যেতে পারে?
বিস্তারিত পড়ুন- Bengal Weather Update: শীতের দুরন্ত ইনিংস শুরুর মুখেই আবহাওয়ায় বিরাট বদল! ঠান্ডার টাটকা আপডেট জানুন
-
Jan 18, 2025 08:00 IST
West Bengal News Live: আরজি কর রায় আজ
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনে এখনও পর্যন্ত সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে দেখিয়েছে সিবিআই। আজ চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের মামলায় রায়দান করতে চলেছে শিয়ালদহের অতিরিক্ত দায়রা বিচারকের আদালত। তবে নির্যাতিতার বাবা বলেছেন, "বিচার শেষ করে আদালত রায় দিতে চলেছে ঠিকই। কিন্তু আমরা খুশি নই। অনেক প্রশ্ন আমাদের মনে। সত্যি সামনে আসেনি। আমাদের লড়াই জারি থাকবে।"