Advertisment

SSC Recruitment Scam: মাথা ঘুরে যাবে! SSC দুর্নীতিতে প্রসন্নর কত টাকার সম্পত্তি ED বাজেয়াপ্ত করল জানেন?

SSC Recruitment Scam-ED: নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল সিবিআই। পরে এই মামলায় আর্থিক দুর্নীতির তদন্তে নামে ইডি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Ed, SSC Recruitment Scam Case, SSC Recruitment,Prasanna Roy,ইডি, এসএসসি দুর্নীতি, প্রসন্ন রায়

ED attached properties of prasanna roy: প্রসন্ন রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

SSC Recruitment Scam: স্কুল সার্ভিস কমিশন বা SSC নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিপুল টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ED। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্ন রায়ের (Prasanna Roy) হোটেল, রিসর্ট, তাঁর স্ত্রীর নামে থাকা পাহাড় প্রমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। খোদ কেন্দ্রীয় সংস্থার তরফেই বাজেয়াপ্ত করা সম্পত্তির মূল্য জানানো হয়েছে। 

Advertisment

রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রসন্ন রায়ের ১৬৩ কোটি ২০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ED সূত্রের দাবি, সরকারি চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন এই প্রসন্ন রায়। তার সঙ্গে শিক্ষা দফতরের একেবারে শীর্ষস্তরের লোকজনদের যোগাযোগ ছিল। মূলত মিডলম্যান হিসেবেই কাজ করতেন প্রসন্ন। এই ব্যক্তি তাঁর স্ত্রী, পরিচিতদের নামে ভুয়ো কোম্পানি খুলে কোটি কোটি টাকার লেনদেন করেছেন বলে দাবি করেছে ইডি। কয়েক বছরে ওই কোম্পানির মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা সাদা করা হয়েছে বলেও তদন্তকারীদের দাবি।

বাজার থেকে চাকরির নামে তোলা বিপুল পরিমাণ কালো টাকা সাদা করতে নিজের এবং তার স্ত্রী ও পরিচিত, বিভিন্ন সংস্থার নাম দিয়ে ২০০টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলেছিলেন প্রসন্ন। নিয়োগ দুর্নীতির প্রচুর কালো টাকা জমা করা হতো সেই সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এমনই অভিযোগ ইডির।

আরও পড়ুন- Bhowanipore Incident: ভবানীপুরে ছটফট করতে করতে মৃত্যু তরতাজা যুবকের! ফিরহাদকে বিঁধে মারাত্মক অভিযোগ সুকান্তর!

আরও পড়ুন- Kolkata Metro: যুগান্তকারী উদ্যোগ কলকাতা মেট্রোর! জীবন বাঁচাতে নজিরবিহীন তৎপরতা

উল্লেখ্য, SSC দুর্নীতি মামলায় প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল CBI। এরপরে এই মামলার আর্থিক দুর্নীতির তদন্ত শুরু করেছিল ইডি। বর্তমানে প্রসন্ন রায় জেল হেফাজতে রয়েছেন। তার নামে ও তার স্ত্রীর নামে এমনকী পরিচিতদের নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পায় ইডি। 

আরও পড়ুন- Kali Puja 2024: ডাকাতদের হাতে পুজোর শুরু, পাঁচ-বোনের এই কালীপুজোর নিয়ম জানলে অবাক হবেন

আরও পড়ুন- Eastern Rail: শিয়ালদহ ডিভিশনের রেলযাত্রীদের জন্য বিরাট সুখবর! কালীপুজো-দীপাবলিতে বাম্পার বন্দোবস্ত

তদন্তকারীদের দাবি ২০০টিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ৭২ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। প্রসন্ন রায়ের স্ত্রী খাতায়-কলমে কোনও চাকরি না করলেও তার অ্যাকাউন্টে দুই কোটি টাকারও বেশি লেনদেন দেখানো হয়েছে। সব মিলিয়ে SSC নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্ন রায়দের ১৬৩ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি।

ED SSC SSC recruitment WB SSC Scam
Advertisment