Advertisment

RG Kar Case: আরজি করের আর্থিক দুর্নীতি, সাঁড়াশি হানা ED-র, সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠ প্রসূন আটক

RG Kar-Financial Scam: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে কলকাতা শহর-সহ একাধিক জায়গায় দুরন্ত তল্লাশিতে ইডি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
sandip ghosh, ed raid, rg kar case, আরজি কর, সন্দীপ ঘোষ, ইডির অভিযান

সন্দীপ ঘোষের বাড়িতে ইডির অভিযান। বাইরে পাহারায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।

RG Kar Case-ED: এবার ইডির নজরে সন্দীপ ঘোষ। শুক্রবার সকালে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ED-র অভিযান। কয়েক ঘন্টা অপেক্ষার পর বাড়ির ভিতরে ঢুকতে সক্ষম হন ইডির আধিকারিকরা। শুধু সন্দীপ ঘোষই নন, তাঁর ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে আজ সকালে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজি কর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতির তদন্তে ইডির এই অভিযান। সুভাষগ্রামে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে ED। 

Advertisment

আরজি কর মেডিকেলের আর্থিক দুর্নীতির তদন্তে সাঁড়াশি অভিযানে ইডি। শুক্রবার সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডির চার আধিকারিক পৌঁছে যান। এদিন সকাল ৬.৪০ মিনিট নাগাদ ইডির অফিসাররা সন্দীপ ঘোষের বাড়িতে গিয়েছিলেন। তবে বহুক্ষণ ডাকাডাকির পরেও বাড়ির দরজা খোলা হয়নি। শেষমেষ ঘন্টা তিনেক অপেক্ষার পর বাড়ির দরজা খোলা হলে ইডির অফিসাররা ভিতরে ঢোকেন।

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে এদিন অভিযান চলে। হাওড়ার সাঁকরাইলে ভেন্ডর বিপ্লব সিংহের বাড়িতে এদিন অভিযানে যায় ইডি। বিপ্লব ঘনিষ্ঠ কৌশিক কোলের বাড়িতেও চলে অভিযান। 

ed raid, ed, prasun chatterjee, প্রসূন চট্টোপাধ্যায়, ইডি

সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে নিয়ে যাচ্ছে ইডি। 

আরও পড়ুন- West Bengal Weather Update: দানা বাঁধছে নিম্নচাপ, গণেশ পুজোয় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানে যোগ, সংগ্রামী যৌথ মঞ্চের নেতা সাসপেন্ড

সেই সঙ্গে এদিন ইডির অভিযান চলে সুভাষগ্রামে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও। সম্প্রতি আরজি কর মেডিকেল কলেজের সেমিনার হলের যে ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিওয় দেখা গিয়েছিল প্রসূনকেও। প্রসূন নিজেকে সন্দীপ ঘোষের PA বলে দাবি করতেন। এদিন প্রসূনের বাড়িতে কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর তাঁকে আটক করে নিয়ে যায় ED।

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানে যোগ, সংগ্রামী যৌথ মঞ্চের নেতা সাসপেন্ড

Enforcement Directorate ED Raid RG Kar Case sandip ghosh RG Kar Medical College
Advertisment