Bengal Weather Forecast: বঙ্গোপসাগরে আজ বিকেলের মধ্যেই আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। তারই জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। সব মিলিয়ে মোটের উপর আগামী কয়েক দিন গোটা রাজ্যের আবহাওয়া কেমন থাকতে পারে? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে আজ বিকেলের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে আজ শুক্রবারেও। আগামিকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে এখনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
কলকাতার আবহাওয়ার খবর
শুক্রবার সকাল থেকে শহর কলকাতায় রোদ ঝলমলে আকাশ। তবে বেলা বাড়লে চড়া রোদে আর্দ্রতাজনিত অস্বস্তিও বেশ খানিকটা বাড়বে। আজ বেলার দিকে তিলোত্তমা মহানগরীতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
বৃষ্টি চলবে রাজ্যের উত্তরবঙ্গে জেলাগুলিতে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আবহাওয়া দফতর। মোটের উপর উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলবে আগামী কয়েকদিন।
আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানে যোগ, সংগ্রামী যৌথ মঞ্চের নেতা সাসপেন্ড
আরও পড়ুন- RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদ? দুর্গাপুজোর অনুদান ফেরাল আরও একটি ক্লাব