/indian-express-bangla/media/media_files/2025/08/09/rs-2025-08-09-15-37-54.jpg)
RG kar Protest: পুলিশ নির্যাতিতার বাবা-মাকে আটক করে নিয়ে যাচ্ছে।
RG Kar Protest: আরজি কর কাণ্ডের এক বছর পূর্তিতে নবান্ন অভিযান ঘিরে স্তব্ধ কলকাতা। ধুন্ধুমার পরিস্থিতি মহানগরীর দিকে দিকে। প্রতিবাদ-বিক্ষোভ আটকাতে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, আহত বহু। শনিবার মেয়ের মৃত্যুর এক বছরের মাথায় 'ন্যায়বিচার' চেয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। আজ তাঁদেরও রাস্তায় ফেলে মারধর করেছে পুলিশ, এমনই অভিযোগ তাঁদের। পুলিশের টানা হেঁচড়ার চোটে নির্যাতিতার মায়ের হাতের শাঁখা-পলা পর্যন্ত ভেঙে গিয়েছে বলে তাঁদের অভিযোগ।
নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতা। একদিকে সাঁতরাগাছি থেকে শুরু করে দিকে শহর কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট চত্বরে ব্যাপক বিক্ষোভে চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়।
আজ উত্তর ২৪ পরগনার বাড়ি থেকে নবান্ন অভিযানে সামিল হতে এসেছিলেন আরজি করের সেই নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর বাবা-মা। তাঁদের অভিযোগ, তাঁরা বাড়ি থেকে বেরোনোর পরেই পুলিশ তাঁদের অনুসরণ করতে শুরু করে। কলকাতায় আসার পথে দিকে দিকে তাদের গাড়ি পুলিশ আটকায় বলে এদিন অভিযোগ করেছেন নির্যাতিতা নিহত তরুণীর মা বাবা।
নবান্ন অভিযানে আসার পর ধর্মতলায় নির্যাতিতার বাবা-মাকে পুলিশ মারধর করে বলে তাদের অভিযোগ। রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নির্যাতিতার মায়ের হাতের শাঁখা পলা পর্যন্ত ভেঙে যায়। ন্যায়বিচারের দাবিতে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা জানান নির্যাতিতার মা। পুলিশকে উদ্দেশ্য করে তাঁকে বলতে শোনা যায়, "আমরা তো নিরস্ত্র। আমাদের হাতে তো কোনও অস্ত্র নেই। আপনারা ভয় পাচ্ছেন কেন? সরিয়ে নিন এই ব্যারিকেড।"
আরও পড়ুন- West Bengal News Live Updates: মমতা ধ্বংস হবে', আগুনে হুঙ্কার শুভেন্দুর
এদিকে, নবান্ন অভিযান আটকাতে এদিন পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে শহরের দিকে দিকে। এদিন এই কর্মসূচিতে সামিল হয়ে পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটেছে বিজেপি নেতা অর্জুন সিংয়ের।