RG kar Protest-Nabanna Abhijan:আরজি কর কাণ্ডের এক বছর পূর্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। সেই ডাকে সাড়া দিয়ে কামদুনি থেকে কলকাতায় এসে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন প্রতিবাদী মুখ বলে পরিচিত মৌসুমী কয়াল, টুম্পা কয়ালরা। "বিচার না পেলে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে বাংলায়", আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ নবান্ন অভিযানে সামিল হয়ে বললেন কামদুনির প্রতিবাদী মুখ মৌসুমী কয়াল। "আমরা চাই এই সরকারের বদল হোক, সুস্থ-সবল রাজ্য গড়ে উঠুক।", একইভাবে গর্জে উঠলেন কামদুনির আর এক প্রতিবাদী টুম্পা কয়াল।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে ঘটনার এক বছরের মাথায় আজ 'ন্যায়বিচার' চেয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের সেই ডাকে সাড়া দিয়ে আজ রাজনৈতিক দলমত নির্বিশেষে বহু সাধারণ মানুষ এবং বিভিন্ন গণসংগঠনের কর্মী-সদস্যরা যোগ দিয়েছিলেন নবান্ন অভিযানে। আগাগোড়া এই প্রতিবাদ মিছিল আটকাতে কলকাতার বিভিন্ন দিকে অতি সক্রিয়তা দেখা যায় পুলিশকর্মীদের। দিকে দিকে ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। বহু জায়গায় পুলিশ ব্যাপক লাঠিচার্জ পর্যন্ত করেছে। আরজি করের নির্যাতিতার বাবা-মাকেও পুলিশ মারধর করেছে বলে তারা অভিযোগ করেছেন।
প্রতিবাদী এমন আরও অনেকের সঙ্গে কামদুনির সেই প্রতিবাদী দুই মুখ মৌসুমী কয়াল এবং টুম্পা কয়ালও নবান্ন অভিযানে এসেছিলেন। নবান্ন অভিযানে সামিল হয়ে আজ মৌসুমী কয়াল বলেন, "কসবা থেকে কামদুনি, সব ঘটনাতেই শাসকদলের হাত রয়েছে। যে রাতে অভয়াকাণ্ড ঘটে ওই দিনই ঘরের পর্যন্ত ভেঙে ফেলা হয়। যাতে প্রমাণ লোপাট করা যায়। পুলিশের গাফিলতির জন্যই CBI কোনও প্রমাণ পায়নি। পুলিশ যদি সিবিআইকে সাহায্য করত তাহলে হয়তো প্রমাণ পাওয়া যেত। দোষীদের সাজা হতো।"
আরও পড়ুন- Nabanna Abhijan:নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কলকাতায়, ব্যাপক লাঠিচার্জ, BJP বিধায়কদের নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ শুভেন্দুর
তিনি আরও বলেন, "পার্ক স্ট্রিট বিচার পায়নি তার জন্য কামদুনি ঘটেছে। কামদুনি বিচার পায়নি বলে অভয়াকাণ্ড ঘটেছে। অভয়া বিচার পায়নি বলে কসবার আইনজীবীকে ধর্ষণ করা হল। একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। সাধারণ মানুষের একটাই দাবি, বিচার হোক। কামদুনিতে ধর্ষকদের বেকসুর খালাস করে দিল। বিচার না পেলে এই ধরনের ঘটতেই থাকবে।"
আরও পড়ুন- West Bengal News Live Updates: রণক্ষেত্র রাজপথ, লাঠির আঘাতে আহত শুভেন্দু, নির্যাতিতার বাবা-মা সহ ১০০, ভয়ঙ্কর হুঁশিয়ারি
কামদুনির আর এক প্রতিবাদী মুখ টুম্পা কয়াল বর্তমান রাজ্য সরকারের অবসান চাইছেন। তাঁর কথায়, "যতদিন মমতা বন্দ্যোপাধ্যয়া মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন মহিলাদের নিরাপত্তা নেই রাজ্যে। জঘণ্য অপরাধ করেও এই রাজ্যে বেকসুর খালাস পেয়ে যায় অপরাধীরা। যে বাংলায় মহিলারা সুরক্ষিত নয়, সেই বাংলায় জন্ম নেওয়াই বৃথা। এই সরকারের পরিবর্তন চাই। সরকার কী করতে পারে তার অভিজ্ঞতা হয়েছে আমাদের। কামদুনিতে উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা উনি পালন করেননি। আমরা চাই এই সরকার বদলে সুস্থ-সবল রাজ্য গড়ে উঠুক।"