Advertisment

Sandip Ghosh: ক্যানিংয়ে সন্দীপ ঘোষের বিরাট সাম্রাজ্যের হদিশ! প্রাসাদোপম বাংলো এখন জোর চর্চায়

RG Kar-Sandip Ghosh: এদিকে শুক্রবার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেয়েছেন সন্দীপ ঘোষ। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন তিনি। আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের সেই আবেদন ফিরিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Sandip Ghosh's bungalow found in Canning, ক্যানিং, সন্দীপ ঘোষের বাংলো, আরজি কর

ক্যানিংয়ে সন্দীপ ঘোষের সেই বাংলো। ছবি: মীনা মণ্ডল।

Sandip Ghosh: এবার সন্দীপ ঘোষের প্রাসাদোপম বাংলোর হদিশ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে প্রায় ২ বিঘা জায়গার উপর আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আলিশান বাংলোর খোঁজ মিলেছে। মাঝেমধ্যেই সপরিবারে সেই বাংলোয় যেতেন সন্দীপ ঘোষ, এমনই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

Advertisment

এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে আরজি কর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের বিরাট সাম্রাজ্যের হদিশ মিলল। ক্যানিংয়ের মধ্য নারায়নপুরে সন্দীপ ঘোষের আলিশান বাংলোর হদিশ মিলেছে। সন্দীপ ঘোষের সেই বাড়ির নাম সঙ্গীতা-সন্দীপ ভিলা। অনেক সময় বন্ধু-বান্ধবদের নিয়েও এই বাড়িতে আসতেন সন্দীপ ঘোষ, এমনও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে ক্যানিংয়ে প্রায় ২ বিঘা জায়গার উপর ওই বিশাল বাংলোটি বাড়ি বানিয়েছিলেন সন্দীপ ঘোষ। ওই এলাকায় একটি বিরাট প্রকল্পের কাজ চলছিল। সেই প্রকল্প থেকেই প্রায় দুই বিঘা জায়গা কিনে নেন সন্দীপ। সেই জমির উপরেই তৈরি হয় তাঁর বিশাল বাংলো।

আরও পড়ুন- RG Kar Case: আরজি করের আর্থিক দুর্নীতি, সাঁড়াশি হানা ED-র, সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠ প্রসূন আটক

আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ থাকাকালীন প্রাসাদপম ওই বাংলো ক্যানিংয়ে তৈরি করেছিলেন সন্দীপ ঘোষ। ওই বাংলোর নিরাপত্তারক্ষী বলেন, "মাঝেমধ্যে উনি আসতেন এখানে। ওনার বাবা-মা, ছেলে সবাই আসতেন। মাঝেমধ্যে এখানে এসে সন্ধের আগেই চলে যেতেন।"

আরও পড়ুন- Aparajita Bill 2024: অপরাজিতা বিলেও ধাক্কা! সই নিয়ে কঠিন ইঙ্গিত, রাজ্যের প্রবল সমালোচনায় রাজ্যপাল

আরও পড়ুন- Supreme Court: সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা সন্দীপ ঘোষের! আবেদন শুনতেই কী বলল শীর্ষ আদালত?

RG Kar Medical College sandip ghosh RG Kar Case
Advertisment