RG Kar victims parents dont want Sanjay Roys death sentence: সঞ্জয় রায়ের ফাঁসি চান না আরজি করের নির্যাতিতার বাবা-মা। সোমবার কলকাতা হাইকোর্টে স্পষ্ট করে একথা জানিয়ে দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। একই দাবিতে মামলা করে সিবিআই। এদিন মামলার শুনানিতে অংশ নিয়েছিলেন নির্যাতিতার পরিবারও।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ করে খুনের মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চান না নির্যাতিতার বাবা-মা। এদিন মামলার শুনানিতে অংশ নিয়ে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চের সামনে নির্যাতিতার বাবা-মা জানান, রাজ্য সরকার সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে, এই আবেদনের যৌক্তিকতা নিয়ে তাঁরা কোনও প্রশ্ন করবেন না বা কিছু বলবেন না। তবে তাঁরা নিজেরা সঞ্জয়ের ফাঁসি চাইছেন না।
শিয়ালদা আদালত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনে দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তির দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। প্রথমে রাজ্যের এই আবেদন নিয়ে আপত্তি জানালেও পরে সেই একই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।
আরও পড়ুন- West Bengal News Live: SFI-এর বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, তুমুল ধাক্কাধাক্কি, পুলিশের লাঠিচার্জ
আজ আরজি কর মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সিবিআই আইনজীবী তাঁর সওয়ালে দাবি করেন, রাজ্য সরকারের এই মামলা করার কোনও এক্তিয়ার নেই। সিবিআইয়ের তরফে জানানো হয়, এই মামলা সংক্রান্ত যাবতীয় রেকর্ড সিবিআইয়ের হাতে তুলে দিয়েছিল রাজ্য সরকার। তদন্ত কিংবা ট্রায়াল কিছুতেই রাজ্য সরকারের কোনও ভূমিকা ছিল না।
আরও পড়ুন- Farming: ফলনের সঙ্গে বাড়ছে চাহিদা, রঙিন ফুলকপি চাষে আয়ের দিশা দেখাচ্ছেন এই কৃষক
পাল্টা রাজ্যের তরফে আইনজীবী জানান, এরপর প্যারোল হোক কিংবা শাস্তির মেয়াদ কমানোর... সব বিষয় বিবেচনা রাজ্য সরকারকেই করতে হবে। তাই এই মামলা করার অধিকার রাজ্যের আছে বলে সওয়াল করেন রাজ্যের আইনজীবী। তবে এদিন আদালতে নির্যাতিতার বাবা-মা জানান সঞ্জয় রায়ের ফাঁসির শাস্তির দাবি তাঁরা করছেন না।