RG Kar doctor rape-murder case: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকে ক্যাম্পাসের ভিতরের মহিলা ও ছেলেদের হস্টেলগুলি খালি হতে শুরু করে। ফের ১৪ অগাস্ট রাতে আরজি কর হাসপাতলে ভয়ঙ্কর ভাঙচুরের পর অনেকেই আরও ভরসা হারিয়ে ফেলে। আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে সিআইএসএফ এই হাসপাতালের নিরাপত্তার দায়িত্বভার নিয়েছে। হস্টেলগুলিতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু হস্টেলের পড়ুয়াদের আতঙ্ক পুরোপুরি কাটেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক MBBS ফাইনাল ইয়ারের এক ছাত্রী ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে হস্টেলের পরিস্থিতির বিবরণ দেন। তিনি বলেন, "ঘটনার দিন থেকে আমরা টেনশনে আছি। পুরনো হস্টেল। গ্রিল নড়বড়ে। দু'জন লেডি কনস্টেবল নিরাপত্তার দায়িত্বে থাকে। মূল গেটের বাইরে একটা মাত্র সিসিটিভি। ৫টা হস্টেলের মধ্যে আমরা মোট ১৬-১৭ জন আছি। বছরের অন্য সময় আলাদা আলাদা ঘরে আমরা থাকি, কিন্তু এখন কম লোক থাকায় এক এক ঘরে ৪ জন করে আছি। মোট হস্টেলের ছাত্রীর এটা মাত্র ১০ শতাংশ। ছাত্রদের ক্ষেত্রে থাকার সংখ্যা সামান্য বেশি হতে পারে। তবে অনেকেই হস্টেল ছেড়ে বাড়ি চলে গিয়েছে। ঘটনার পর তো প্রায় সবাই হস্টেল ছেড়ে চলে গিয়েছিল। মাত্র ৪-৫ জন ছিল।"
হস্টেলে থেকে যাওয়ায় বাড়ির লোক ভয় পাচ্ছে না বা কিছু বলছে না? এই প্রশ্নের জবাবে ওই MBBS পড়ুয়া বলেন, "দিদির বিচারের জন্য আমরা আছি। হস্টেল ছেড়ে বাড়ি যাইনি। মাকে এটা বুঝিয়েছি। এই পরিস্থিতিতে ছেড়ে চলে যাওয়া উচিত নয়। লড়াইতে থাকা প্রয়োজন। দোষীদের শাস্তি না হলে ভবিষ্যতে এমন পরিস্থিতি হবে যে ধর্ষক ও খুনিদের সঙ্গে আমাদের কাজ করতে হবে। অপরাধীরা আমার আশেপাশে ঘুরে বেড়াবে। এটা ভাবতেই পারছি না। ঘটনার পর প্রথম দুদিন হাসপাতালে যারা যাতব্বরি করেছিল, তাদের প্রতি আমাদের সমর্থন ছিল না।"
আরও পড়ুন- Rajanya Haldar: রাজন্যা হালদারকে নিয়ে কুরুচিকর পোস্ট, যুব তৃণমূলের দাপুটে নেত্রীর নিশানায় কে?
সুপ্রিম কোর্টের নির্দেশে এই মুহুর্তে আরজি কর হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব বর্তেছে সিআইএসএফের ওপর। কিন্তু এমবিবিএস পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, "কতদিন থাকবে এই কেন্দ্রীয় বাহিনী? তারপর? ওই এমবিবিএম পড়ুয়ার দাবি, "প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যেন ভবিষ্যতেও কোনও পদ না পায়, সরকারকে সেই ব্যবস্থা করতে হবে।"
আরও পড়ুন- RG Kar Case: ‘রাজ্য যা করেছে ৩০ বছরের কেরিয়ারে এমন দেখিনি’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
আরও পড়ুন- RG Kar Case: ‘অপরাধের জায়গা আগের মতো নেই’, CBI তদন্তে সমস্যার কথা জানাতেই বিস্মিত সুপ্রিম কোর্ট!