Robotic Surgery: বাংলার স্বাস্থ্যক্ষেত্রে নতুন যুগের সূচনা! সরকারি হাসপাতালে অপারশেন করবে রোবট

Robotic Surgery: রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে এ এক নয়া বিপ্লব! গত দু'বছর ধরে ধীরে ধীরে যাবতীয় পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল। এবার সেই স্বপ্ন বাস্তবায়নের পথে।

author-image
IE Bangla Web Desk
New Update
Robotic Surgery to be launched at SSKM Hospital in Kolkata: কলকাতার এসএসকেএম হাসপাতালে রোবোটিক সার্জারি

Robotic Surgery: প্রতীকী ছবি।

Robotic Surgery to be launched at SSKM Hospital in Kolkata: বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে এ যেন এক নতুন যুগের সূচনা। রাজ্যে এই প্রথম, অত্যাধুনিক প্রযুক্তিতে অপারেশনের লক্ষ্যে কলকাতার SSKM হাসপাতালে চালু হতে চলেছে রোবটিক সার্জারি (Robotic Surgery)। সবচেয়ে আনন্দের খবর হল একেবারে বিনামূল্যে সরকারি এই হাসপাতালে রোবটিক সার্জারি হবে বলে জানা গিয়েছে।

Advertisment

জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালে এই রোবট আনতে বা বসাতে খরচ হচ্ছে ৬ কোটি ৪৪ লক্ষ টাকার মতো। এসএসকেএম হাসপাতালে এই রোবট সরবরাহের দায়িত্ব পেয়েছে কেমব্রিজ মেডিকেল রিসার্চ নামে ব্রিটেনের একটি কোম্পানি। ওই সংস্থাই রাজ্যের প্রধান মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে রোবটটি বসাবে।

ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে ইতিমধ্যে এই রোবটিক সার্জারি, দারুণ চর্চার বিষয় হয়ে উঠেছে। এক্ষেত্রে বিদেশি প্রযুক্তির উপর ভরসার দরুণ এই সার্জারিতে খরচ বেশি লাগছে। এসএসকেএম হাসপাতালে যে রোবটটি বসানো হবে তার পাঁচটি হাতের একটিতে ধরা থাকবে ক্যামেরা, বাকি চারটি হাতে সে করবে কিডনি,ওপেন হার্ট, প্রস্টেড, গাইনোকলজি, হেড অ্যান্ড নেক সার্জারি। 

আরও পড়ুন- West Bengal News Live:'খুন করা হতে পারে শুভেন্দু অধিকারীকে', মারাত্মক অভিযোগে তোলপাড় ফেললেন BJP-র শঙ্কর ঘোষ

Advertisment

আজ থেকে বছর দু'য়েক আগে এই রোবটিক সার্জারির পরিকাঠামো তৈরির কাজ শুরু করেছিল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর ধাপে ধাপে এগোয় সমস্ত কাজ। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রোবটিক সার্জারির জন্য এসএসকেএম হাসপাতালে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা অন্যতম চ্যালেঞ্জ ছিল।

আরও পড়ুন- Adhir Ranjan Chowdhury: তোলাবাজি-সহ মারাত্মক সব অভিযোগ, গ্রেফতার অধীর চৌধুরীর 'কাছের লোক'

গত দু'বছর ধরে সেই কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে পেরেছে কর্তৃপক্ষ। তারপরেই এসএসকেএম হাসপাতালে রোবটিক সার্জারি করার সিদ্ধান্ত নেয় রাজ্য। সবচেয়ে আনন্দের খবর হল, পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের কোনও AIIMS-এও রোবটিক সার্জারি হয় না। পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের মধ্যে এই প্রথম রোবটিক সার্জারি চালু হতে চলেছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। তাও একেবারে নিখরচায় মিলবে এই পরিষেবা।

kolkata Robotics Bengali News Today news in west bengal news of west bengal