Saugata Roy on Rohit Sharma: 'রোহিত শর্মার দলে থাকা উচিত নয়', 'বোমা' ফাটালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। পাশাপাশি প্রবীণ সাংসদ বলেন, 'জসপ্রীত বুমরাহকে দলের অধিনায়ক করা উচিত'।
রোহিত শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদকে। এবার শামার সুরেই সুর মেলালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেন, 'রোহিত শর্মার দলে থাকা উচিত নয়'।
'একজন খেলোয়াড় হিসেবে অত্যন্ত মোটা রোহিত শর্মা। ওনার উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন, তাঁদের সকলের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত'। কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদের এই কটাক্ষকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় ওঠে। চরম ট্রোলের মুখে পড়তে হয় কংগ্রেস মুখপাত্রকে। এবার শামার সুরেই সুর মেলালেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, "রোহিত শর্মা সম্পর্কে শামা যে মন্তব্য করেছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত। শামা একজন দর্শক হিসেবে এটা বলেছেন, রাজনীতিবিদ হিসেবে নয়। ২, ৫, ১০ এবং ২০ রান করে রোহিত আউট হয়'। তিনি আরও বলেন, “রোহিত শর্মাকে দলে জায়গা দেওয়া উচিত নয়, ক্যাপ্টেন হিসাবে একেবারেই যোগ্য নয় রোহিত শর্মা। কংগ্রেস মুখপাত্র যা বলেছেন তা একেবারেই সঠিক। রোহিত শর্মা নিজের ওজন নিয়ে এতটুকুও সতর্ক নন।"
সৌগত রায় আরও এককদম এগিয়ে বলেন, "এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলে অনেক নতুন প্লেয়ার এসেছেন। যদি ফিটনেসের দিক থেকে বিবেচনা করা হয়, তাহলে জসপ্রীত বুমরাহ সেরা অধিনায়ক হতে পারেন। তিনি বর্তমানে চোট পেয়েছেন তাই তিনি খেলছেন না। নতুন ছেলেদের মধ্যে শ্রেয়সের মতো ছেলেরা অধিনায়ক হতে পারে, কিন্তু রোহিত শর্মার দলে জায়গা পাওয়া উচিত নয়।"