Taslima Nasreen On Muhammad Yunus Government: মুহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে কার্যত 'বোমা' ফাটালেন বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন'। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিশানা করে তিনি বলেন, 'আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, তাই আমি মনে করি প্রতিটি মানুষের তাদের ধর্ম পালনের অধিকার আছে'।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করে তসলিমা নাসরিন সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'বাংলাদেশে এখন চরমপন্থীদের দখলে চলে গিয়েছে। জামায়াতরা কার্যত গোটা বাংলাদেশের দখল নিয়েছে'। বিতর্কিত লেখিকা আরও দাবি করেছেন, 'দেশে আজ গণতন্ত্র বলে কিছুই নেই। সেই সুযোগকে কাজে লাগিয়ে নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়কে বারে বারে টার্গেট করা হচ্ছে'।
ইউনূস সরকারকে নিশানা করে নাসরিন বলেন, “আমি মনে করি বাংলাদেশ এখন 'জামায়াতে ইসলামী’ এবং জঙ্গি গোষ্ঠীগুলির দখলে এবং তারা বাংলাদেশের ইতিহাস ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে। তারা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বাড়িও ধ্বংস করেছে। যারা আওয়ামী লীগ দলের সমর্থক তাদের হয় হত্যা করা হয়েছে অথবা তাদের জেলবন্দী করে রাখা হয়েছে"।
পাশাপাশি বাংলাদেশে নারীদের উপর লাগাতার অত্যাচার নিয়েও মুখ খুলেছেন বিতর্কিত এই লেখিকা। তিনি বলেন, "দেশে কেবল নারীদের বিরুদ্ধে একের পর এক অপরাধই নয়। চুরি, ডাকাতি, সন্ত্রাস, ধর্ষণ, হত্যা সবকিছুই চলছে। বাংলাদেশ পুলিশ ও সেনা কার্যত কোন কাজই করছে না বলেও তোপ দাগেন তিনি। নাসরিন বলেন, "আমি মনে করি বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত কারণ এই সরকার অবৈধ, এবং এই সরকারের দেশ পরিচালনার কোনও অধিকার নেই"। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তসলিমা নাসরিন বলেন, বাংলাদেশের ইতিহাস ধ্বংস করা হচ্ছে।
তসলিমা নাসরিন এদিন বলেন, 'ধর্মভিত্তিক রাজনীতি 'বিপজ্জনক'। যেখানে গণতন্ত্র নেই, সেখানে চিন্তার স্বাধীনতা নেই। সেই সুযোগকে কাজে লাগিয়ে নারী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কেবল ভোগান্তির শিকার হন। প্রত্যেকেরই ধর্মীয় স্বাধীনতার অধিকার থাকা উচিত'।