royal bengal tiger enters at jhargram forest from jharkhand: পুরোদমে চলছে পর্যটনের ভরা মরশুম। এরই মধ্যে ঝাড়গ্রামের (Jhargram) লোকালয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) আতঙ্ক চরমে উঠেছে। শুক্রবার থেকে বাঘটি বেলপাহাড়ির জঙ্গলে ঘাপটি মেরে আছে। বাঘের ভয়ে কার্যত ঘরবন্দি এল্লাটের মানুষজন। বাঘ ধরতে সুন্দরবন (Sundarbans) থেকে আনা হয়েছে বিশেষজ্ঞ দলকে।
গত কয়েক সপ্তাহ ধরেই পড়শি ঝাড়খণ্ডের (Jharkhand) সিমলিপাল টাইগার রিজার্ভের একটি বাঘিনীর উৎপাতে তটস্থ এরাজ্যের জঙ্গলমহলের ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, লালগড় সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চল এলাকা। শুক্রবার ঝাড়গ্রামের কাছে বেলপাহাড়ির কটুচুয়া-মাজগেরিয়ার জঙ্গলে বাঘটি ঢুকে পড়ে বলে খবর মেলে। বনদপ্তর সারাক্ষণ বাঘটির গতিবিধির ওপর নজরদারির চালাচ্ছিল। জিপিএস ট্র্যাকিংয়ে বাঘটির অবস্থান নিশ্চিত করেন বনকর্তারা। তারপরেই বাঘ ধরতে রীতিমতো বিশেষজ্ঞ দল ডেকে পাঠানো হয়। এলাকায় বনদপ্তরের পদস্থ আধিকারিকরাও প্রতিনিয়ত বাঘের গতিবিধির উপর নজরদারি চালিয়ে যাচ্ছেন।
বেলপাহাড়ির বিস্তীর্ণ এলাকা জুড়ে বনদপ্তর মাইকিং করছে। এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। জঙ্গলের রাস্তা দিয়ে যাতে কেউ চলাফেরা না করতে পারেন সে ব্যাপারে বারবার সতর্ক করছেন বনদপ্তরের কর্মীরা। শুক্রবার গোটা দিন বেলপাহাড়ির কটুচুয়ার ওই এলাকার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারটি ছিল বলে জানা গিয়েছে। বিকেল গড়াতেই সেই বাঘ চিড়াকুটির জঙ্গলের দিকে এগিয়ে যায় বলে জানান বনাধিকারিকরা।
আরও পড়ুন- Kolkata Metro: দমদম থেকে আর ছাড়বে না মেট্রো, বিরাট সিদ্ধান্ত পাতালরেলের
আরও পড়ুন- West Bengal News Live: মুর্শিদাবাদে ধৃত দুই জঙ্গির পাকিস্তান-যোগ? বাংলাদেশ পরিস্থিতি বিপদ বাড়িয়েই চলেছে ভারতের
পর্যটনের ভরা মরশুম চলছে। এই সময়ে জঙ্গলমহলে বেড়াতে যান বহু পর্যটক। তবে জঙ্গলে বাঘের দেখা মেলায় পর্যটকরাও দারুণ আতঙ্কে রয়েছেন। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। এখানে বেশ কিছু হোমস্টে তৈরি হয়েছে। শীতকালের এই সময়টায় বহু পর্যটক ভিড় জমায় গোটা ঝাড়গ্রাম জুড়ে। তবে এবার বাঘের আতঙ্কে তাঁরাও রীতিমতো হোটেল, লজবন্দি। রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা জানিয়েছেন, বাঘের গতিবিধির ওপর সর্বক্ষণ নজরদারি চালিয়ে যাচ্ছেন তাঁর দপ্তরের আধিকারিক থেকে কর্মীরা। দ্রুত বাঘটি অবস্থান বদলাচ্ছে বলে তাকে ধরতে বেগ পেতে হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
আরও পড়ুন- Buxa Restriction: বক্সার সব হোটেল, রিসর্ট বন্ধের নির্দেশ বনদপ্তরের