kolkata metro services to start from dkshineswar instead of dumdum: কলকাতা মেট্রো রেলের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। এবার দমদম থেকে আর কোন মেট্রো ছাড়বে না। সব মেট্রোই ছাড়বে দক্ষিণেশ্বর থেকে। মেট্রোরেলের তারাপীঠ বিবৃতি জারি করে এই তথ্য জানানো হয়েছে। আগে মেট্রোর দুটি প্রান্তিক স্টেশনের মেট্রো চলাচলের সময়সীমা ৬ মিনিট থেকে বাড়িয়ে সাত মিনিট করা হয়েছে।
মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে আগামী ২৩ ডিসেম্বর,২০২৪ থেকে মেট্রো দমদমের বদলে দক্ষিণেশ্বর থেকে ছাড়বে বা পৌঁছোবে। মেট্রো কর্তৃপক্ষ পরীক্ষামূলক ভিত্তিতে ওই দিন থেকে থেকে ব্লু লাইনের পরিষেবাগুলি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের ফলে মেট্রো যাত্রীরা দারুণভাবে উপকৃত হবেন বলে মনে করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। সারা দিন ৭ মিনিটের ব্যবধানে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আগে এই ব্যবধান ছিল ৬ মিনিটের।
নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত নতুন মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে। সেই জন্য তৈরি হচ্ছে নতুন টাইম টেবিল। সকাল ৬টা ৫০ মিনিটে নোয়াপাড়া থেকে প্রথম ছাড়বে মেট্রো। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের দিকে সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে ফার্স্ট মেট্রো।
আরও পড়ুন- Buxa Restriction: বক্সার সব হোটেল, রিসর্ট বন্ধের নির্দেশ বনদপ্তরের
সোমবার থেকে শনিবার পর্যন্ত
প্রথম পরিষেবা:-
সকাল ৬.৫০ মিনিটে নোয়াপাড়া থেকে কবি সুভাষ (নতুন পরিষেবা)
সকাল ৬.৫০ মিনিটে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
সকাল ৬.৫৫ মিনিটে টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (সকাল ৭টার পরিবর্তে)
সকাল ৬.৫৫ মিনিটে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
আরও পড়ুন- West Bengal News Live: মুর্শিদাবাদে ধৃত দুই জঙ্গির পাকিস্তান-যোগ? বাংলাদেশ পরিস্থিতি বিপদ বাড়িয়েই চলেছে ভারতের
শেষ পরিষেবা:-
রাত সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
রাত ৯.৩৩ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (রাত ৯.২৮-এর পরিবর্তে)
রাত ৯.৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দম দম পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
ব্লু লাইনে বিশেষ রাতের মেট্রো পরিষেবাগুলি কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে যথারীতি রাত ১০.৪০ মিনিটে অর্থাৎ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পাওয়া যাবে।
আরও পড়ুন- Bangladesh Crisis: 'অখণ্ড বাংলাদেশ' গড়ার ডাক ইউনূস ঘনিষ্ঠের, ক্ষুব্ধ দিল্লির চরম বার্তা!
রবিবার
ব্লু লাইনে ২৯ ডিসেম্বর, ২০২৪ থেকে যে পরিষেবাগুলি এখন কবি সুভাষের জন্য দমদম থেকে শেষ হচ্ছে/শুরু হচ্ছে তা ট্রায়ালের ভিত্তিতে কবি সুভাষের জন্য দক্ষিণেশ্বর থেকে বন্ধ/শুরু হবে।
প্রথম পরিষেবা:-
সকাল ৯টায়। নোয়াপাড়া থেকে কবি সুভাষ (নতুন পরিষেবা)
সকাল ৯টায়। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর (নতুন পরিষেবা)
সকাল ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
সকাল ৯টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (কোন পরিবর্তন নেই)
শেষ পরিষেবা:-
রাত ৯.২৭ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
রাত ৯.৩৩ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত (রাত ৯.২৮-এর পরিবর্তে)
রাত ৯.৪০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত (কোনও পরিবর্তন নেই)
আরও পড়ুন- Amit Shah: শিলিগুড়ি করিডর নিয়ে শাহের সতর্কবার্তা, প্রশংসায় ভরালেন SSB-কে