/indian-express-bangla/media/media_files/2025/10/02/cats-2025-10-02-11-59-08.jpg)
মোদীর সুরেই আত্মনির্ভরতার পক্ষে সওয়াল RSS প্রধানের
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ নাগপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার সময় তিনি নিরাপত্তা, আত্মনির্ভরতার উপর জোর দেওয়ার পাশাপাশি বিশ্বে ভারতের ভূমিকার কথা উল্লেখ করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সংঘ প্রধান এদিন তাঁর ভাষণে বলেন, "বিশ্ব আজ আশার আলোয় ভারতের দিকে তাকিয়ে আছে"। আজকের এই অনুষ্ঠানে ২১,০০০ এরও বেশি স্বেচ্ছাসেবক অংশ নেন।
আরও পড়ুন-নবমীর বিকালে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু, শোকে ভাসল গোটা এলাকা
আরএসএস প্রধান আরও বলেন, "বিশ্বজুড়ে আজ চরম অস্থিরতার পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে বিশ্ব আশার চোখে ভারতের দিকে তাকিয়ে আছে"। পহেলগাঁও হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের আরও সতর্ক থাকতে হবে এবং নিজেদের রক্ষা করতে সক্ষম হতে হবে"। তিনি বলেন, "পহেলগাঁও হামলায় জঙ্গিরা হিন্দুদের ধর্ম জিজ্ঞাসা করার পর হত্যা করেছে। আমাদের সরকার এবং সেনাবাহিনী তার প্রতিক্রিয়া জানিয়েছে। এই ঘটনার পরেই আমরা বন্ধু এবং শত্রুকে চিনতে পেরেছি।" মোহন ভাগবত বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবশ্যই বোঝাপড়া বজায় রাখতে হবে। পহেলগাঁওয়ের ঘটনা আমাদের শিখিয়েছে যে, সকলের প্রতি আমাদের বন্ধুত্বপূর্ণ অনুভূতি থাকলেও, আমাদের নিজেদের নিরাপত্তা রক্ষায় আরও সতর্ক এবং সক্ষম হতে হবে।
আরও পড়ুন-উৎসবের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, কান্নার রোল
মার্কিন শুল্ক আরোপের বিষয়ে সংঘ প্রধান বলেন, "আমেরিকা যে নতুন শুল্ক নীতি গ্রহণ করেছে তা প্রায় সকলের উপর প্রভাব ফেলছে। তাই, আমাদের বিশ্বব্যাপী সম্পর্ক গড়ে তুলতে হবে। তা না করে, একা টিকে থাকা সম্ভব নয়। তবে আমাদের নিশ্চিত করতে হবে যে এই নির্ভরতা যেন বাধ্যবাধকতায় পরিণত না হয়। অতএব, আমাদের স্বাবলম্বী হতে হবে। আমাদেরকে এমন একটি দেশ হতে হবে যা আমরা চাই - ভাগবত মোহন ভাগবত বলেন, "বিশ্ব অস্থিরতা ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, এবং এর মধ্যেই বিশ্ব আশার আলোয় ভারতের দিকে তাকিয়ে আছে। তিনি নিরাপত্তা, স্বনির্ভরতা এবং ভারতের বিশ্বে ভূমিকার উপর জোর দেন"।