West Bengal News Highlights: জেলায় জেলায় শুরু বৃষ্টি! বিজয়া দশমীতে 'তুফানি তান্ডবের' ভয়ঙ্কর সতর্কতা জারি

West Bengal News Updates 02 October 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 02 October 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
cats

West Bengal News : পড়ুন টাটকা খবরের গুরুত্বপূর্ণ আপডেট

West Bengal News Updates: মোটের উপর পুজোর আবহাওয়া ভালোয় ভালোয় কাটলেও ফের নতুন করে দানা বেঁধেছে নিন্মচাপ। বিজয়া দশমীর দিন ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি সম্ভাবনা। কলকাতা সহ গোটা রাজ্যে জারি হল সতর্কতা। আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ অক্টোবর পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টিপার ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দশমীর দিন জলযন্ত্রণা, যানজটের সমস্যা দেখা দিতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি, দার্জিলিং, কালিম্পং সহ কলকাতা, বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষত বিজয়া দশমীর দিন শহর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঘণ্টায় ৪০–৫০ কিমি বেগে দমকা হাওয়া। এর ফলে কলকাতার নীচু এলাকাগুলিতে জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে।

Advertisment

আরও পড়ুন-পুজোর পর আগামীকাল প্রথম অফিস? মেট্রোর এই বিজ্ঞপ্তি আগে পড়ুন

আজ বিজয়া দশমী! উমার ফেরার পালা। চারিদিকে বিষাদের সুর। ষষ্ঠীতে বোধনের পর টানা চারদিন উমা তাঁর সন্তানদের নিয়ে ঘরে কাটিয়ে ফের কৈলাসে ফিরে যান দশমীর দিনে। তাই এই দিনটি আসলে ঘরের মেয়েকে বিদায় জানানোর দিন। চোখের জলে ভিজে ওঠে সবার মন। বহু যুগ ধরে এই দিনে মানুষের মনে নেমে আসে এক অদ্ভুত বিষাদের ছায়া। নবমীর রাত থেকেই মন ভারী হতে শুরু করে। মা দুর্গার বরণ, দশমীর আচার অনুষ্ঠান সবকিছুর মধ্যেই মিশে থাকে বিদায়ের বেদনা। সন্ধে নামতেই প্রতিমা বিসর্জন হয়, ফাঁকা হয়ে যাওয়া মণ্ডপে বুক হাহাকার করা শূন্যতা। তবে উৎসব শেষ মানেই নতুন প্রতীক্ষার শুরু। আবার এক বছর ধরে জমিয়ে রাখা সব আনন্দ, সব আয়োজন এই চারটে দিনের জন্য।

আরও পড়ুন-'ট্যারিফ বোমা'র মাঝেই ভারত সফরে পুতিন, ট্রাম্পের বুকে কাঁপুনি ধরল

Advertisment

উৎসবের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বৃহস্পতিবার ভোরে বিহারের কাইমুর জেলার দুর্গাবতী থানার ছাজ্জুপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটল ভয়ঙ্কর পথদুর্ঘটনা ঘটে। জানা গেছে, রোহতাস জেলা থেকে উত্তরপ্রদেশের দিকে যাওয়া একটি দ্রুতগামী স্করপিও নিয়ন্ত্রণ হারিয়ে একটি কনটেইনারকে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় স্করপিওটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহতদের মধ্যে একজন মহিলা এবং দুজন পুরুষ রয়েছেন। দুর্ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।  

আরও পড়ুন- নিন্মচাপের প্রভাবে তুমুল বৃষ্টির ভয়ঙ্কর সতর্কতা জারি, বিজয়া দশমীতে ভাসবে কোন কোন জেলা?

উৎসবের মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। হুগলির মগরা থানার নন্দীপুকুর এলাকায় নবমীর বিকেলে মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। স্থানীয় সূত্রে জানা গেছে,  তিন বন্ধু কাজ থেকে ফেরার সময় একটি স্কুটিতে করে নতুন ব্রিজ পার হচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর ভ্যান ব্রিজে ওঠার সময় স্কুটির সঙ্গে সংঘর্ষ ঘটে। স্কুটিতে থাকা তিনজনই ছিটকে পড়েন। ছুটে আসেন  স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা ২৬ বছরের অভিষেক রামকে মৃত ঘোষণা করেন। অন্য দুই যুবকের চিকিৎসা চলছে। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। 

আরও পড়ুন-মহানবমীর ভোর রাতে ভয়ঙ্কর কাণ্ড, দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, হুলস্থূল

রাজনীতির জগতে নক্ষত্রপতন। প্রাক্তন বনমন্ত্রী বনমালী রায়ের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই বর্ষীয়ান বাম নেতা। উত্তরবঙ্গের ধূপগুড়ি কেন্দ্র থেকে পরপর পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন বনমালী রায়। রাজনৈতিক জীবনে তিনি রাজ্যের তফসিলি ও আদিবাসী কল্যাণ দফতরের মন্ত্রিত্বও সামলেছেন। বিধানসভা ছাড়াও তিনি জেলা পরিষদের নির্বাচনে জয়ী হয়ে সভাধিপতির দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি সিপিএমের জ়োনাল সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বও ছিল তাঁর হাতে। বনমালী রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

আরও পড়ুন- অষ্টমীর রাতে ভয়ঙ্কর কাণ্ড! জানলে শিউরে উঠবেন

  • Oct 02, 2025 12:41 IST

    West Bengal News Live Updates: গান্ধীর আত্মনির্ভর ও উন্নত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার শপথ প্রধানমন্ত্রী মোদীর

    বৃহস্পতিবার (২ অক্টোবর, ২০২৫) জাতির জনক মহাত্মা গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি স্থলে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান দেশের প্রধানমন্ত্রী। এদিন তিনি জানান, ভারত মহাত্মা গান্ধী ও শাস্ত্রীর দেখানো পথেই এগিয়ে চলবে এবং আত্মনির্ভর ও উন্নত ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।



  • Oct 02, 2025 11:26 IST

    West Bengal News Live Updates: গান্ধী জয়ন্তীতে বাপুকে স্মরণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

    আজ গান্ধী জয়ন্তী। বিশেষ এই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় এক বার্তা পোস্ট করে মহান  দেশনেতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি লিখেছেন, “মহাত্মা গান্ধী আমাদের দেশের মহান নেতা, ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর অহিংসার বাণী, শান্তির বাণী, একতার বাণী, সম্প্রীতির বাণী চিরস্মরণীয়।”



news of west bengal IMD IMD Kolkata