RSS is gaining ground in West Bengal: বাংলায় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS) কার্যকলাপ উত্তরোত্তর বেড়েই চলেছে। একটা সময় সংঘ পরিবারের দক্ষিণবঙ্গ প্রান্ত ও উত্তরবঙ্গ প্রান্ত ছিল। তিন বছর আগে দক্ষিণবঙ্গ ভেঙে মধ্যবঙ্গ নামে আরেকটি পৃথক প্রান্ত গঠিত হয়েছে। প্রান্তের পাশাপাশি বেড়েছে স্থান, শাখা, মিলন ও মণ্ডলীর সংখ্যা।
সম্প্রতি বাংলায় দীর্ঘদিন থেকে সংগঠনের কাজকর্ম করে গিয়েছেন RSS প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। সংঘের পুরনো কর্মীদের সঙ্গে তিনি বৈঠকও সেরেছেন। সেই সঙ্গে সংগঠনের কর্মীদের সাংগঠনিক নির্দেশও দিয়ে গিয়েছেন। বঙ্গ আরএসএস থেকে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে এটা স্পষ্ট যে তৃণমূল জমানায় বহুগুন বৃদ্ধি পেয়েছে হিন্দুত্ববাদী সংগঠনের সক্রিয়তা। এরই পাশাপাশি বেড়েছে সাংগঠনিক কাজকর্ম।
সংঘের দক্ষিণবঙ্গের প্রান্ত প্রচারক বিপ্লব রায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "বাম আমলেও ছিল এই জমানাতেও বাধা বিপত্তি রয়েছে। তবু এখানে সংগঠনের কাজ কিন্তু বেড়েছে। সিদ্ধার্থশঙ্কর রায়ের সময় থেকেই বাংলায় অস্থিরতা চলছে। মানুষ ঝুঁকছেন RSS-এর দিকে। রাজ্যে পাপ বেড়েছে তা থেকে মানুষ এখন মুক্ত হতে চাইছেন।" বিরোধীরা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংঘ পরিবারের ভালো সম্পর্ক। তাই বাংলায় আরএসএসের সংগঠন পোক্ত হচ্ছে। বিপ্লব বাবুর স্পষ্ট জবাব, "আমাদের সংগঠন বৃদ্ধিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার হয় না।"
আরও পড়ুন- West Bengal News Live:পথে নেমেই দাবি ছিনিয়ে নেওয়ার অঙ্গীকার! চাকরিহারাদের মহামিছিলে জুনিয়র ডাক্তাররাও
আরএসএসের দক্ষিণবঙ্গ প্রান্তের ২০২৩ সালের রিপোর্টে দেখা যাচ্ছে, গত একবছরে স্থান ৪৩৪, শাখা (প্রতিদিন) ৬১৯, মিলন (সাপ্তাহিক) ৫৬৪, মণ্ডলী (মাসে) ২৩। মোট ১২০৬। দক্ষিণবঙ্গ প্রান্ত ভেঙে মধ্যবঙ্গ গঠন হওয়ার পরও কার্যকলাপ আরও বেড়েছে। ২০২৪ এ শাখা বেড়ে হয়েছে ৬৬৮, মিলন ৫৭১, মোট সংখ্যায় বেড়ে হয়েছে ১২৫৩। তবে ২০২৫ এর রিপোর্টে দেখা যাচ্ছে আরএসএসের সমস্ত কর্মসূচি ব্যপক ভাবে বেড়ে গিয়েছে। স্থান ৫২০, শাখা (প্রতিদিন) ৭১৫, মিলন (সাপ্তাহিক) ৭৬৩, মণ্ডলী (মাসে) ৮৭। মোট ১৫৬৪।
আরও পড়ুন- SSC Recruitment Case:'কলঙ্কের ইতিহাস বাংলায়! শিক্ষায় ন্যূনতম আগ্রহ নেই এই সরকারের', উদ্বেগে প্রবীণ শিক্ষাবিদ পবিত্র সরকার
নতুন মধ্যবঙ্গ প্রান্তে আরএসএসের কর্মসূচি ক্রমশ বাড়ছে। ২০২৩-র রিপোর্টএ স্থান, শাখা, মিলন ও মণ্ডলী নিয়ে মোট সংখ্যা ছিল ১৩২০, ২০২৪ এ ১৩০৮। ২০২৫ এর রিপোর্টে মধ্যবঙ্গে আরএসএসের কর্মসূচির সংখ্যা বেশ কয়েকগুন বেড়ে দাঁড়ায় ১৮২৩ -এ।
উত্তরবঙ্গ প্রান্তেও আরএসএসের কাজকর্ম বৃদ্ধি পেয়েছে। ২০২৩, ২০২৪ ও ২০২৫ পরপর রিপোর্টে স্থান, শাখা, মিলন ও মণ্ডলীর বেড়েছে। ২০২৩ এ মোট কর্মসূচি ছিল ১০৩৪, ২০২৪-এ ১০৪১ ও ২০২৫ -এ ১১৫৩। মোদ্দা কথা বাংলাজুড়ে বেড়েছে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের কর্মসূচি। ২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। হিন্দুত্ববাদী সংগঠনের শক্তি বৃদ্ধি হওয়ায় বিজেপির কতটা ফায়দা হয়, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।