ট্রাম্পের বিরাট পদক্ষেপ, হুঙ্কার ছুঁড়ল রাশিয়া, পাশে থাকার বার্তা চিনের, বিশ্বজুড়ে চূড়ান্ত শোরগোল

রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি — রোসনেফ্ট এবং লুকোয়েল — এর উপর মার্কিন প্রশাসনের আরোপিত নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো।

রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি — রোসনেফ্ট এবং লুকোয়েল — এর উপর মার্কিন প্রশাসনের আরোপিত নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো।

author-image
IE Bangla Web Desk
New Update
russia-china-react-us-sanctions-rosneft-lukoil

রাশিয়ার উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উত্তেজনা চরমে উঠেছে।

রাশিয়ার উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে উত্তেজনা চরমে উঠেছে। রাশিয়ার দুটি  বৃহত্তম তেল কোম্পানি — রোসনেফ্ট এবং লুকোয়েল — এর উপর মার্কিন প্রশাসনের আরোপিত নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা স্পষ্ট ভাষায় বলেছেন, এই পদক্ষেপের “প্রতিকূল প্রভাব” পড়বে এবং এতে রাশিয়ার তুলনায় বিশ্ব অর্থনীতিরই বেশি ক্ষতি হবে।

Advertisment

আরও পড়ুন- দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের কাছে মহিলাকে যৌন হয়রানি, অভিযুক্ত গ্রেফতার

জাখারোভা সতর্ক করে বলেন, “এই নিষেধাজ্ঞাগুলি কার্যকর হবে না। আমেরিকার এই পদক্ষেপ রাশিয়াকে তার জাতীয় স্বার্থ থেকে এক ইঞ্চিও সরাতে পারবে না।” তিনি আরও জানান, রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত, তবে আলোচনার মাধ্যম হওয়া উচিত কূটনৈতিক পদক্ষেপ, মিডিয়া বিবৃতি নয়। তাঁর কথায়, “এই পদক্ষেপের বিপরীত প্রভাব পড়বে এবং ইউক্রেন সংঘাতের সমাধানে যে কোনও অর্থবহ আলোচনা আরও জটিল হয়ে উঠবে।”

Advertisment

রুশ মুখপাত্র আরও বলেন, পশ্চিমী নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া ইতিমধ্যেই একটি দৃঢ় প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে এবং দেশটি আত্মবিশ্বাসের সঙ্গে তার অর্থনৈতিক ও জ্বালানি খাতকে এগিয়ে নিয়ে যাবে।

আরও পড়ুন- পেটের তাগিদে ভিন রাজ্যে কাজে যাওয়া বাংলার তরুণীর উপর পাশবিক অত্যাচার, বুক কাঁপানো ঘটনায় শিউরে উঠবেন

এদিকে, চিনও বৃহস্পতিবার মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। বেজিং জানিয়েছে, এই পদক্ষেপ “একতরফা” এবং এর “কোনও আন্তর্জাতিক আইনি ভিত্তি নেই।” চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, “চিন ইউক্রেন সংকটের স্রষ্টা নয়, সমর্থকও নয়। আমরা চিনা কোম্পানিগুলির বৈধ স্বার্থের ক্ষতি করে এমন সব পদক্ষেপের বিরোধিতা করি।”

চিন আরও জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত বলপ্রয়োগের বদলে সংলাপ ও সহযোগিতার পথে এগোনো। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চিনের এই যৌথ প্রতিক্রিয়া ক্রমবর্ধমান মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটি শক্তিশালী ফ্রন্ট তৈরি করতে পারে। উভয় দেশই ইতিমধ্যেই ডলারের ওপর নির্ভরতা কমাতে এবং বিকল্প বাণিজ্যব্যবস্থা গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া-চিনের মধ্যে শক্তি ও বাণিজ্যিক সহযোগিতা আরও জোরদার হলে তা পশ্চিমী অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে এবং বিশ্ব জুড়ে ক্ষমতার ভারসাম্য নষ্ট করতে পারে।

আরও পড়ুন- দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টার শেল নিষ্ক্রিয় অজয় নদের ধারে, কেঁপে উঠল গোটা এলাকা

russia china Donald Trump