/indian-express-bangla/media/media_files/2025/05/16/SEJ4Ir3Xj7lyu0HneC6V.jpg)
শেষমেশ মুখ খুললেন জয়শঙ্কর, পাকিস্তানকে দিলেন 'লাস্ট ওয়ার্নিং'
শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সন্ত্রাসকে মদত দেওয়ার বিরোধীতা করে পাকিস্তানের তীব্র সমালোচনা করেন। তিনি পাকিস্তানকে “বিশ্ব সন্ত্রাসবাদের আঁতুড়ঘর” হিসেবে অভিহিত করে বলেন, "কয়েক দশক ধরে আন্তর্জাতিক জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে"। জয়শঙ্করের মতে, স্বাধীনতার পর থেকে ভারত এই চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে কারণ তার প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়েছে। রাষ্ট্রসংঘের সন্ত্রাসীদের তালিকায় পাকিস্তানের বহু নাগরিকের নামও উল্লেখ রয়েছে।
আরও পড়ুন-এত মৃত্যু....বাকরুদ্ধ অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপতি, প্রথম বিবৃতিতে গলা ধরে এল...
তিনি চলতি বছরের এপ্রিল মাসে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলার উদাহরণ তুলে ধরে বলেন, "ভারত তার জনগণকে রক্ষা করার জন্য প্রতিশোধ নিয়েছে এবং এই ঘটনার অপরাধীদের বিচারের আওতায় এনেছে।" তিনি সতর্ক করে বলেন, যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করে তাদের অবশ্যই তার জন্য মূল্য দিতে হবে।
আরও পড়ুন- কেমন থাকবে মহাষষ্ঠীর আবহাওয়া? সপ্তমী থেকে বিজয়া দশমী কলকাতায় ফের বৃষ্টিপাত? রইল পুজোর ওয়েদার আপডেট
জয়শঙ্কর জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ আজ সভ্য পৃথিবীর জন্য সবচেয়ে বড় হুমকি, এবং তাই আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করা অপরিহার্য। জয়শঙ্কর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) জরুরি সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, সংস্থাটিকে সত্যিকার অর্থে প্রতিনিধিত্বশীল করে তুলতে স্থায়ী এবং অস্থায়ী উভয় সদস্যপদ সম্প্রসারণ জরুরি। ভারত এই ধরনের কাউন্সিলে অংশ নিয়ে আরও বৃহত্তর দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত।