/indian-express-bangla/media/media_files/2025/03/30/clQkaUiCFQI33XZRnkaC.jpg)
Train Accident:প্রতীকী ছবি।
train derailment: বৃহস্পতিবার সকালে ওড়িশার সম্বলপুর সিটি স্টেশনের কাছে মহিমা গোসাইন এক্সপ্রেস (সম্বলপুর-শালিমার এক্সপ্রেস-২০৮৩১) লাইনচ্যুত হয়েছে। এই দুর্ঘটনার পরেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও অল্পের জন্য একটি বিরাট দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন রেলকর্তারা।
বৃহস্পতিবার সকাল ৯:২২ নাগাদ ট্রেনটি খুব ধীর গতিতে চলার সময় গার্ড ভ্যানের পাশে থাকা একটি জেনারেল কোচের পিছনের ট্রলিটি লাইনচ্যুত হয়ে যায়। ইস্ট-কোস্ট রেলের কর্মকর্তাদের মতে, সকাল ৯:১৮ নাগাদ ট্রেনটি সম্বলপুর সিটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় সম্বলপুর সিটি-সম্বলপুর সেকশনে লাইনচ্যুত হয়।
সৌভাগ্যবশত, দুর্ঘটনায় কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি, সূত্র জানিয়েছে, কিছুক্ষণ থেমে যাওয়ার পর ট্রেনটি সম্বলপুরের দিকে এগিয়ে চলে। এদিকে পরিস্থিতি তদারকি করার জন্য বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) সহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছেন।
ওই রুটে স্বাভাবিক রেল চলাচল পুনরায় চালু করার জন্য তাৎক্ষণিকভাবে পুনরুদ্ধারের প্রচেষ্টা শুরু করা হয়েছে। রেল কর্তৃপক্ষ লাইনচ্যুতির কারণ নির্ধারণের জন্য তদন্ত শুরু করেছে। তবে ঠিক কী কারণে এই বিপত্তি ঘটল তা এখনও স্পষ্ট হয়নি।
আরও পড়ুন- illegal immigration:অনুপ্রবেশ রুখতে জোর সওয়াল, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে শাসকজোটের শরিক দল