/indian-express-bangla/media/media_files/2025/07/03/samik-2025-07-03-10-39-54.jpg)
Samik Bhattacharya: বিজেপি সাংসদ তথা রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গে শিল্প ক্ষেত্রে দারুণ আকাল তৈরি হয়েছে, নামজাদা সব সংস্থা মুখ ফিরিয়েছে বাংলা থেকে, বিরোধীরা বিশেষ করে BJP এই অভিযোগ বারবার করে। এবার সংসদের বাদল অধিবেশনে এই একই ইস্যুতে সোচ্চার হলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তৃণমূলের শাসনকালে পশ্চিমবঙ্গ থেকে ৬,৬৮৮টি কোম্পানি পাততাড়ি গুটিয়েছে বলে দাবি শমীকের।
তৃণমূল আমলে বাংলায় শিল্প ক্ষেত্রে অন্ধকার যুগ নেমে এসেছে বলে বারবার অভিযোগ করেছে বিজেপি। এবার ফের একবার বিষয়টি নিয়ে সোচ্চার হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
সংসদে তিনি দাবি করেছেন, ২০২১ সালের ১ এপ্রিল থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের আমলে ৬,৬৮৮টি কোম্পানি তাঁদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে অন্য রাজ্যে নিয়ে গেছে।
এই ব্যাপারে রীতিমতো পরিসংখ্যান দিয়ে দিয়েছেন শমী ভট্টাচার্য। তাঁর দাবি ২০১৫-১৬ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ থেকে ৮৬৯টি কোম্পানি ভিন রাজ্যে তাদের রেজিস্টার্ড অফিস সরিয়েছে। একইভাবে ২০১৬-১৭ সালে, ৯১৮টি কোম্পানি বাংলা ছেড়েছে, ২০১৭-১৮ অর্থবর্ষে এই সংখ্যাটি হল ১০২৭টি।
পশ্চিমবঙ্গ ছেড়ে মহারাষ্ট্র, দিল্লি, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, রাজস্থান, আসাম, ঝাড়খন্ড, কর্ণাটক,মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানার মতো রাজ্যগুলিতে হাজার-হাজার কোম্পানি তাদের অফিস সরিয়ে নিয়ে গিয়েছে বলে দাবি করেছেন শমীক ভট্টাচার্য।