BJP Leader Dilip Ghosh: দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় নেই দিলীপ ঘোষ। শুক্রবার সকাল-সকাল দিল্লি উড়ে গেছেন প্রাক্তন BJP রাজ্য সভাপতি। দিল্লির বিমানে চড়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। আজ মোদীর সভায় থাকতে না পারায় তাঁর গলায় অভিমানের সুর ছিল স্পষ্ট।
দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তবে দুপুরে বাড়িতে গিয়েও নাড্ডার দেখা পাননি তিনি। দিলীপ ঘোষ জানিয়েছেন বিকেলে তিনি ফের যাবেন নাড্ডার বাড়িতে। বিকেলেই তাঁর সঙ্গে বৈঠক হবে নাড্ডার। শেষ পাওয়া খবর অনুসারে, দিলীপ ঘোষ ইতিমধ্যে নাড্ডার বাসভবনে পৌঁছে গিয়েছেন। সেখানে দুই শীর্ষ নেতার মধ্যে বৈঠক চলছে।
গত কয়েকদিন ধরেই প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে নিয়ে লাগাতার জল্পনা চলছে। সম্প্রতি তিনি নিজেই জানিয়েছিলেন দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় তিনি উপস্থিত থাকতে পারেন। গতকাল আবার ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ জানান, তিনি শুক্রবারের সভায় যেতেও পারেন আবার নাও পারেন।
গতকাল প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারই জানিয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ শুক্রবার মোদীর সভায় থাকছেন না, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে তিনি যাচ্ছেন।
আরও পড়ুন- Kolkata Weather Update: দক্ষিণে বৃষ্টি ব্রেক কষতেই বাড়ছে গরম, উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে রইল বড় আপডেট!
আজ শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দরে দেখা গেল দিলীপ ঘোষকে। দিল্লির বিমান ধরার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি যা বললেন তাতে তাঁর মনে যে একরাশ অভিমান জমেছে
তা কিন্তু স্পষ্ট হয়েছে। তিনি নিজে আগে জানিয়েছিলেন দুর্গাপুরে মোদীর জনসভায় তিনি থাকতে চান, অথচ আজ সকালেই তিনি দিল্লি উড়ে যাচ্ছেন।
আরও পড়ুন- Candidate Announcement:'২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থীর নাম ঘোষণাই করে দিল তৃণমূল?
সাংবাদিকরা এই প্রশ্ন করতেই দিলীপ ঘোষ এদিন বলেন, "কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয় তো পার্টি চায়ও না যে আমি যাই, অস্বস্তি হবে। সেই জন্য আমি দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি না। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি। পার্টিরই কাজে যাচ্ছি।" পরে এদিন দুপুরে দিল্লিতে জেপি নাড্ডার বাড়িতে গিয়েছিলেন তিনি।
আরও পড়ুন- PM Narendra Modi in Durgapur Live update:দুর্গাপুরে মোদীর সভায় অগ্নিকাণ্ড! ধোঁয়ার কুণ্ডলী, চরম চাঞ্চল্য