Sandeshkhali fake note smuggling:ভয়ঙ্কর কান্ড সন্দেশখালিতে! শাহাজান গড়ে উদ্ধার কোটি কোটির জালনোট, চোখ কপালে পুলিশের

Sandeshkhali fake note smuggling:স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একটি সন্দেহজনক গাড়ি থেকে গেস্ট হাউসে বিস্কুটের পেটির মতো কয়েকটি বাক্স তুলতে দেখা যায়। এই ঘটনায় সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সন্দেশখালি থানার পুলিশ ওই গেস্ট হাউসে হানা দেয় এবং বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করে।

Sandeshkhali fake note smuggling:স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একটি সন্দেহজনক গাড়ি থেকে গেস্ট হাউসে বিস্কুটের পেটির মতো কয়েকটি বাক্স তুলতে দেখা যায়। এই ঘটনায় সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সন্দেশখালি থানার পুলিশ ওই গেস্ট হাউসে হানা দেয় এবং বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করে।

author-image
Utsab Mondal
আপডেট করা হয়েছে
New Update
108353167

উদ্ধার কোটি কোটির জালনোট

Sandeshkhali fake note smuggling: সন্দেশখালিতে পুলিশের জালে দুই জাল নোট পাচারকারী, উদ্ধার প্রায় ১০ কোটি টাকার জাল টাকা।

Advertisment

রাতের শহরে চাঞ্চল্য! গেস্ট হাউস ঘিরে ফিল্মি কায়দায় রুদ্ধশ্বাস তল্লাশি, চন্দন মিশ্র খুনে আটক আরও ৫

উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ২ নম্বর ব্লকের ধামাখালি এলাকায় জাল নোট পাচারের চক্রে বড়সড় সাফল্য পেল পুলিশ। ধামাখালি ফেরিঘাট সংলগ্ন রয়েল গেস্ট হাউস থেকে দুই জাল নোট পাচারকারীকে গ্রেফতার করেছে সন্দেশখালি থানার পুলিশ। উদ্ধার হয়েছে আনুমানিক ১০ কোটি টাকারও বেশি মূল্যের ৫০০ টাকার জাল নোট, যা রাখা ছিল ১৮টি পেটিতে।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় একটি সন্দেহজনক গাড়ি থেকে গেস্ট হাউসে বিস্কুটের পেটির মতো কয়েকটি বাক্স তুলতে দেখা যায়। এই ঘটনায় সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সন্দেশখালি থানার পুলিশ ওই গেস্ট হাউসে হানা দেয় এবং বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের নাম সিরাজ উদ্দিন মোল্লা (জীবনতলা, দক্ষিণ ২৪ পরগনা) এবং দেবব্রত চক্রবর্তী (মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা)। শনিবার এই দু'জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্তভার দেওয়া হয়েছে রাজ্য সিআইডিকে। ইতিমধ্যে সিআইডির পাঁচ সদস্যের একটি দল সন্দেশখালি থানায় পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ ও গোয়েন্দা সূত্রে অনুমান, এই চক্রের সঙ্গে বৃহত্তর কোনো আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক চক্র জড়িত থাকতে পারে। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২১ জুলাই আগে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেক! বিজেপির ‘E-square’ ফর্মুলার তীব্র সমালোচনা

fake note Sandeshkhali