Lok Sabha Election 2024-Sandeshkhali: সন্দেশখালি (Sandeshkhali) আন্দোলনের মুখ রেখা পাত্র বসিরহাট কেন্দ্র থেকে BJP-র প্রার্থী হওয়ার পরেই দ্বীপাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়। একদল মহিলাকে প্ল্যাকার্ড হাতে রেখার বিরোধিতা করতে দেখা যায়। এমনকী একদল মহিলা জানিয়েও ছিলেন, তাঁরা কিছুতেই রেখাকে প্রার্থী হিসেবে মানবেন না। তবে একরাতেই উলোটপুরাণ। মঙ্গলবার Viral হওয়া একটি ভিডিও-য় যাঁরা গতকাল রেখাকে তিরষ্কার করেছিলেন তাঁরাই চাইলেন ক্ষমা। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা।
মঙ্গলবার ভাইরাল হওয়া ওই ভিডিও-টিতে একদল মহিলাকে বলতে শোনা যাচ্ছে, "রেখার কাছে ক্ষমা চাইছি। সবাই মিলে আমরা যেটা করেছি, আমাদের ভুল বোঝানো হয়েছিল। অন্য লোকেদের দ্বারা, অন্য পার্টির দ্বারা আমাদের ভুল বোঝানো হয়েছিল। ভুল বোঝানোর ফলেই আমরা এটা করেছি। আজ রেখার কাছে ক্ষমা চাইছি। আমরা রেখার পাশে আছি। অন্য কারও কথায় রেখার নামে এটা বলাটা উচিত হয়নি।"
তাঁদের আরও বলতে শোনা যায়, "হাতজোড় করে আমরা সবাই রেখার কাছে ক্ষমা চাইছি। আমরা সবাই ওর পাশে আছি। তৃণমূলের লোকজনই আমাদের ভুল বুঝিয়েছিল। রেখার নামে আমাদের ভুল বুঝিয়েছিল। রেখাকেই আমরা চাই। রেখাকে নিয়ে আমরা গর্বিত। ওর যদি পায়ে ধরতেও হয় তাও ধরব। আর যাঁরা আমাদের ভুল বোঝাতে আসবে তাদের এবার ঝাঁটা মেরে দূর করব।"
উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বসিরহাট কেন্দ্র থেকে এবার সন্দেশখালি (Sandeshkhali) ইস্যু দিয়েই বাজিমাতের চেষ্টা BJP-র। বসিরহাট কেন্দ্রে এবার গেরুয়া দলের বাজি সন্দেশখালি আন্দোলনের মুখ রেখা পাত্র (Rekha Patra)। আর রেখা প্রার্থী হওয়ায় দ্বীপাঞ্চলে প্রাথমিকভাবে দুই ছবি দেখা যায়। কোথাও উচ্ছ্বাসে ভাসতে দেখা যায় অনেককে, কোথাও আবার রেখার বিরুদ্ধেই পোস্টার, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতেও দেখা যায়। যদিও গতকাল রেখার বিরুদ্ধে সোচ্চার হওয়া মহিলাদের একাংশই এবার তাঁদের ভুল বোঝানো হয়েছিল দাবি করে রেখার পক্ষে দাঁড়িয়ে সওয়াল করলেন।