Stone Pelting at Ganesh Pandal, Surat: গণেশ উৎসব চলাকালীন পুজো প্যান্ডেল লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা্র জেরে ছড়িয়ে পড়ল চূড়ান্ত চাঞ্চল্য। ঘটনার পরই বিক্ষুদ্ধ জনগণ স্থানীয় পুলিশ স্টেশন ঘেরাও করেন। তড়িঘড়ি অ্যাকশনে নেমে ৬ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। এলাকায় চরম উত্তেজনা থাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
RG Kar Case: সঞ্জয় একাই? নাকি পিছনে অন্যরাও? সুপ্রিম কোর্টে কী বলবে CBI? নজর গোটা বাংলার
কীভাবে ঘটনার সূত্রপাত?
গুজরাট সহ দেশ জুড়ে পালিত হচ্ছে গণেশ উৎসব। উৎসব আবহে সুরাটে সৈয়দপুরা এলাকায় পুজো প্যাণ্ডেল লক্ষ্য করা পাথর ছোঁড়ার ঘটনায় ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। বিক্ষুব্ধ জনতা থানা ঘেরাও করে। ঘটনার পর এলাকার বিধায়ক কান্তি বালারও ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকা বিরাট সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এক্সপ্রেস ট্রেন উড়িয়ে দেওয়ার বিরাট ষড়যন্ত্র! ঘটনার বীভৎসতায় শিউরে উঠলেন যাত্রীরা
উত্তেজনা থামাতে পুলিশ লাঠিচার্জ করে। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেলও। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংঘভি বলেছেন, যে এই ঘটনায় ছয় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ২৭ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে পুলিশ গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে। যারা শান্তি বিঘ্নিত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
RG Kar Case: সঞ্জয় একাই? নাকি পিছনে অন্যরাও? সুপ্রিম কোর্টে কী বলবে CBI? নজর গোটা বাংলার
সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গেহলট বলেছেন যে কিছু লোক গণেশ প্যান্ডেলে পাথর ছুঁড়েছিল, যার পরে সংঘর্ষ শুরু হয়। পুলিশ সঙ্গে সঙ্গে তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, উত্তেজনা ঠেকাতে লাঠিচার্জ করা হয়েছে এবং কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। শান্তি ভঙ্গকারীদের গ্রেফতার করা হয়েছে। প্রায় এক হাজার পুলিশ এলাকায় মোতায়েন রয়েছে।
কনস্টেবল নিয়োগে গাফিলতির বলি ১২ পরীক্ষার্থী? বিজেপির প্রশ্নবাণে ঘাম ছুটল সরকারের