Advertisment

Sandip Ghosh: সন্দীপকে লক্ষ্য করে সপাটে হাওয়াই চটি! 'চোর-চিটিংবাজ' বলে চিৎকার

RG Kar Case-Sandip Ghosh: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ্য সন্দীপ ঘোষ-সহ চারজনকে গ্রেফতার করেছে সিবিআই। মঙ্গলবার ধৃত চারজনকেই তোলা হয়েছিল বিশেষ আদালতে।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Case, Cbi, Sandip Ghosh, আরজি কর, সন্দীপ ঘোষ, সিবিআই

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ্য সন্দীপ ঘোষ।

Sandip Ghosh: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি কাণ্ডে সিবিআই জালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ-সহ চারজনকে এদিন ফের একবার বিশেষ আদালতে তোলা হয়। তবে চারজনের কাউকেই নতুন করে এদিন হেফাজতে চায়নি কেন্দ্রীয় সিবিআই। বিচারক চারজনকেই আবারও আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

Advertisment

এদিকে আদালতে তোলার সময় এদিন ফের একবার সন্দীপ ঘোষকে লক্ষ্য করে 'চোর-চোর' স্লোগান ওঠে। পুলিশের প্রিজন ভ্যানে তোলার ঠিক আগে সন্দীপ ঘোষকে লক্ষ্য করে জুতো চটি-জুতো ছুড়ে মারার চেষ্টা হয়। কোনওমতে সন্দীপ ঘোষকে টেনে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ।

কয়েকজনকে পুলিশের প্রিজন ভ্যানের গায়েও চটি দিয়ে মারতে লক্ষ্য করা যায়। কয়েকজন মহিলা আইনজীবীও সন্দীপ ঘোষকে লক্ষ্য করে 'চোর-চোর' করে চিৎকার করতে থাকেন। তবে আদালত থেকে বেরোনোর মুখে সন্দীপ ঘোষ এদিন বেশ চুপচাপ ছিলেন। এজলাসের ভিতরেও নাকি আজ চুপ করেই বসেছিলেন তিনি।

আরও পড়ুন- RG Kar Protest: স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় অবস্থান-আন্দোলনে জুনিয়র ডাক্তাররা, সুপ্রিম ডেডলাইন পার করে অনির্দিষ্টকালীন বিক্ষোভ

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের শিকড়ে পৌঁছোতে মরিয়া CBI, রহস্য উদঘাটনে তুলকালাম তৎপরতা

এদিকে, আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবং একগুচ্ছ দাবি নিয়ে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এদিন স্বাস্থ্য ভবন অভিযানে যান জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে মঙ্গলবার দুপুর থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। দাবি না মানা পর্যন্ত তাঁদের এই অবস্থান-আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। অন্যদিকে, সুপ্রিম কোর্ট গতকালই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আজ বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার কথা বলেছিল। তবে সেই ডেডলাইন পার করেও চলছে নাছোড় আন্দোলন।

আরও পড়ুন- Road word in Station: বিধাননগর-সহ কয়েকটি স্টেশনের নামের পর কেন 'রোড' লেখা থাকে? জানুন আসল কারণ

cbi sandip ghosh RG Kar Case
Advertisment