Advertisment

RG Kar Case: আরজি কর কাণ্ডের শিকড়ে পৌঁছোতে মরিয়া CBI, রহস্য উদঘাটনে তুলকালাম তৎপরতা

Kolkata Doctor rape and murder case: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই রোমহর্ষক এই কাণ্ডের তদন্তে নেমে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সেগুলি পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।

author-image
Joyprakash Das
New Update
cbi investigates RG kar kolkata doctor rape murder case, আরজি কর কাণ্ড, সিবিআই

আরজি কর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই।

RG Kar Incident: একাধিক দাবিতে স্বাস্থ্যভবন অভিযানে জুনিয়র চিকিৎসকরা। এর আগে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজারের সামনে অবস্থান করেছিলেন তাঁরা। তাঁদের প্রধান দাবি, আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের বিচার, একইসঙ্গে স্বাস্থ্য কর্তাদের পদত্যাগ। এদিকে লালবাজারের হাত থেকে সিবিআই তদন্ত ভার হাতে নিয়েছে প্রায় এক মাস হতে চলল। আরজি করের ঘটনায় প্রমান লোপাটের অভিযোগ করেছে চিকিৎসক থেকে বিরোধী দলের নেতৃত্ব। জানা গিয়েছে, আরজি কর হাসপাতালে সংগ্রহ করা একাধিক ফিঙ্গার প্রিন্টের নমুনা দিল্লিতে পরীক্ষার জন্য পাঠিয়েছে সিবিআই। পাঠানো হয়েছে পলিগ্রাফ টেষ্টের রিপোর্ট।

Advertisment

আরজি কর হাসপাতালের ঘটনায় সেমিনার হল থেকে উদ্ধার হয়েছে একাধিক ফিঙ্গার প্রিন্ট। জানা গিয়েছে, কাদের সেই ফিঙ্গার প্রিন্ট সেটা পরীক্ষা করার জন্য ইতিমধ্যেই নমুনা পাঠানো হয়েছে দিল্লি সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (সিএফএসএল)। ৯ অগাস্ট ওই সেমিনার রুমে বেশ কয়েকজন চিকিৎসক, পুলিশ এবং সিকিউরিটি গার্ড হাজির হয়েছিলেন। তাঁদের ফিঙ্গার প্রিন্টের নমুনা নিয়েছে সিবিআই। সেগুলোও পাঠানো হয়েছে সিএফএসএল-এ। ৯ অগাষ্ট ওই সেমিনার রুমে অপরাধ সংগঠিত ক্ষেত্রে একাধিক লোক হাজির কেন ছিল, তা নিয়ে নানা মহল থেকেই প্রশ্ন তোলা হয়েছিল।  

সিবিআই সূত্রের খবর, দিল্লি থেকে ফিঙ্গার প্রিন্টের ওই রিপোর্ট আসতে আনুমানিক দুই থেকে তিন মাস সময় লাগতে পারে। সেই রিপোর্ট এলে সিবিআই জানতে পারবে ওই দিন ঘটনাস্থলে কতজন ছিলেন। তারপর তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। এছাড়াও একাধিক নমুনা যেগুলি কলকাতা পুলিশ উদ্ধার করেছিল সেগুলিকেও পাঠানো হয়েছে দিল্লির সায়েন্স ল্যাবরেটরিতে। ইতিমধ্যে খুনের ঘটনায় গ্রেফতার সঞ্জয় রাই, দুর্নীতির দায়ে গ্রেফতার আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপ্যাল সন্দীপ ঘোষ-সহ আরও বেশ কয়েকজনের পলিগ্রাফ টেষ্ট করেছে সিবিআই। ওই পলিগ্রাফিক টেষ্টগুলির রিপোর্টও অ্যানালাইসিস করার জন্য দিল্লিতে পাঠিয়েছে সিবিআই।

আরও পড়ুন- Swastha Bhavan Abhijan: স্বাস্থ্য ভবনের দোরগোড়ায় জুনিয়র ডাক্তাররা, পুলিশি বাধায় রাস্তায় বসেই আগুনে প্রতিবাদ

আরও পড়ুন- Road word in Station: বিধাননগর-সহ কয়েকটি স্টেশনের নামের পর কেন 'রোড' লেখা থাকে? জানুন আসল কারণ

কলকাতা পুলিশের হাত থেকে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত ভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর থেকে দোষীদের দ্রুত শাস্তির দাবি করে আসছে তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে দুবার শুনানি হয়েছে। জুনিয়র চিকিৎসকরা দ্বিতীয় বারের শুনানির বিষয়বস্তু নিয়েও ক্ষোভপ্রকাশ করেছে। সিবিআইয়ের সূত্র জানিয়েছে, দিল্লির পরীক্ষার রিপোর্ট ও পলিগ্রাফ অ্যানালাইসিস এই তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন- Sukanya Mondal: অবশেষে মিলল জামিন, গ্রেফতারির দীর্ঘ দিন পর জেল-মুক্তি, বীরভূমে উচ্ছ্বাস!

আরও পড়ুন- India-Bangladesh: ভারতের ডিমেই পুষ্টি বাংলাদেশের! ইলিশ না দিলেও ডিমের 'আগুন' দাম ঠেকাতে ভরসা INDIA

cbi kolkata Doctors Death RG Kar Case
Advertisment