RG Kar Case: আরজি করের আর্থিক দুর্নীতি মামলা, সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে সন্দীপরা

RG Kar Case-Sandip Ghosh: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ-সহ অন্য অভিযুক্তরা। বৃহস্পতিবারই সেই আবেদনের শুনানি।

author-image
IE Bangla Web Desk
New Update
Sandip Ghosh,rg kar case,rg kar monetary corruption case,calcutta high court,west bengal news,sangita ghosh,সন্দীপ ঘোষ, সঙ্গীতা ঘোষ, আরজি কর

Sandip Ghosh: সন্দীপ ঘোষ।

Sandip Ghoshs appeal in division bench of High Court in financial corruption case of RG Kar Medical College: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ সন্দীপ ঘোষরা। উচ্চ আদালতের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও দুর্নীতির মামলায় অন্য অভিযুক্তরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। বৃহস্পতিবার হাইকোর্টে তাঁদের সেই আবেদনের শুনানি হতে পারে।

Advertisment

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতিতে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেই 'মূল পাণ্ডা' বলে অভিহিত করেছিলেন হাসপাতালের তৎকালীন ডেপুটি সুপার আখতার আলি। সন্দীপ ও তার সহ অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় গত ২৮ জানুয়ারি চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-কে ৭ দিনের মধ্যে চার্জ গঠন করার নির্দেশ দেওয়া হয়। 

সেই চার্জ গঠন প্রক্রিয়ার গতি কমাতে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ-সহ অন্য অভিযুক্তরা। চার্জ গঠন প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে আরও কিছুটা সময় চেয়েছিলেন সন্দীপ ঘোষ। আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই-এর দেওয়া হাজার-হাজার পাতার চার্জশিট পড়ে বুঝতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী। সেই কারণেই চার্জ গঠন প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে আরও একটু সময় চেয়েছিলেন তিনি। 

আরও পড়ুন- West Bengal News Live: বঙ্গ BJP-র সব স্তরে সাংগঠনিক নির্বাচন বন্ধের নির্দেশ, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত চর্চায়

Advertisment

তবে সন্দীপ ঘোষদের সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন সিঙ্গল বেঞ্চের বিচারপতি। এবার উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ, আফসার আলি, বিপ্লব সিং, সুমন হাজরা এবং আশিস পাণ্ডেরা। সন্দীপ ঘোষ ছাড়া বাকিরা এখনও জেলবন্দি রয়েছেন। 

আরও পড়ুন- Bangladesh: শেখ মুজিবের নিশানাই মিটিয়ে দিতে চায় কট্টরবাদীরা, নৈরাজ্যের বাংলাদেশে বৃহস্পতিবার সকালেও চলল বাড়ি ভাঙার কাজ

Bengali News Today RG Kar Medical College sandip ghosh RG Kar Case news in west bengal news of west bengal