/indian-express-bangla/media/media_files/2025/01/31/czNV6UiUvDHgzPeKML0Q.jpg)
rg kar monetary corruption case: হাইকোর্টে খারিজ সন্দীপ ঘোষের আর্জি।
Sandip Ghosh's appeal in rg kar monetary corruption case was rejected by High Court: নতুন করে অস্বস্তি বাড়ল সন্দীপ ঘোষের (Sandip Ghosh)। সম্প্রতি আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তার আগে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। হাইকোর্টের নির্দেশ মতো আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে সিবিআইকে। আদালতের বেঁধে দেওয়া সেই সময়সীমা বাড়ানোর আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ। তবে তাঁর সেই দাবি খারিজ করে দিয়েছে আদালত।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় প্রধান অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনে অনুমোদন না মেলায় বিপাকে পড়ে গিয়েছিল CBI।
তবে এবার স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গছনে অনুমোদন দিয়েছে। কলকাতা হাইকোর্ট আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে।
হাইকোর্টের সেই নির্দেশের পরেই এবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে চার্জ গঠনে সিবিআইকে বেঁধে দেওয়ার সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছিলেন সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।