Advertisment

West Bengal News Highlights: নৈহাটিতে শুটআউট! দিনেদুপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

West Bengal News Highlights Today 31 Jan, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর

News in West bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

West Bengal News Highlights: দিনে দুপুরে শুটআউট উত্তর ২৪ পরগণার নৈহাটি থানার গৌরীপুর এলাকায়। তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে ঘিরে ধরে পরপর গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে বলেন, "বিকেল ৩টে ৫৫ মিনিট নাগাদ গৌরীপুর জোরাবাড়ির সামনে আমাদের দলের সক্রিয় কর্মী সন্তোষ যাদবকে ৮ জন ঘিরে ধরে গুলি করে খুন করে।" এই খুনের পিছনে বিজেপির হাত দেখছে তৃণমূল। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisment

এদিকে, উপাচার্য নিয়োগে UGC-র খসড়া নিয়ে আপত্তি জানাল রাজ্যের কমিটি। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য তৈরি সার্চ কমিটিতে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি রাখা উচিত ও সেই কমিটি পাঁচ সদস্যের হওয়া উচিত বলে মনে করে বাংলার তৈরি কমিটি। এক্ষেত্রে তিন সদস্যের সার্চ কমিটির কথা বলেছিল ইউজিসি। একজন শিক্ষাবিদ ছাড়াও অন্যান্য কেউ উপাচার্য হতে পারেন বলে খসড়ায় জানিয়েছিল ইউজিসি। তবে রাজ্যের কমিটি তাতে আপত্তি জানিয়েছে। শুধুমাত্র শিক্ষাবিদকেই উপাচার্য করা উচিত বলে মনে করে বাংলার কমিটি। উপাচার্য নিয়োগ নিয়ে স্টেক হোল্ডারদের কাছ থেকে মতামত চেয়েছিল ইউজিসি। 

অন্যদিকে, জামিনে জেল মুক্তির পর এবার বিধানসভার দুটি কমিটিতে স্থান দেওয়া হল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। জেলমুক্তির পর সম্প্রতি বিধানসভায় আসা-যাওয়াও শুরু করেছেন জ্যোতিপ্রিয়। এই আবহে এবার বিধানসভার অচিরাচরিত শক্তি দপ্তরের স্ট্যান্ডিং কমিটির স্থায়ী সদস্য করা হল প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। সেই সঙ্গে তাঁকে দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরের বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্য পদও। জ্যোতিপ্রিয় মল্লিক এখন থেকে বিধানসভার বিধায়ক হিসেবে নিয়মিত কাজ করতে পারবেন বলে জানিয়ে দেওয়া হয়েছে বিধানসভার তরফে।

  • Jan 31, 2025 17:22 IST

    West Bengal News Live: নৈহাটিতে শুটআউট! দিনেদুপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য

    দিনেদুপুরে শুটআউট উত্তর ২৪ পরগণার নৈহাটি থানার গৌরীপুর এলাকায়। তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে ঘিরে ধরে পরপর গুলি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। নৈহাটির তৃণমূল বিধায়ক সনৎ দে বলেন, "বিকেল ৩টে ৫৫ মিনিট নাগাদ গৌরীপুর জোরাবাড়ির সামনে আমাদের দলের সক্রিয় কর্মী সন্তোষ যাদবকে ৮ জন ঘিরে ধরে গুলি করে খুন করে।" এই খুনের পিছনে বিজেপির হাত দেখছে তৃণমূল। তবে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।



  • Jan 31, 2025 16:28 IST

    West Bengal News Live:পুজো নিয়ে হাইকোর্টকে বলতে হবে কেন?

    যোগেশচন্দ্র চৌধুরী কলেজের সরস্বতী পুজো কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসারের নজরদারিতে করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অন্যদিকে নদিয়ার একটি গ্রামের সরকারি স্কুলে সরস্বতী পুজো করতে চাওয়ায় প্রধান শিক্ষককে রীতিমতো হুমকি দিয়েছেন স্থানীয়দেরই একাংশ। এই বিষয়টি নিয়ে রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। হিন্দুত্ববাদী এই সংগঠনের সর্বভারতীয় সহ সম্পাদক (সংগঠন) অমিয় সরকার বলেন, "তৃণমূল সরকার আসার পরেই এই প্রবণতা দেখা যাচ্ছে। তৃণমূলের প্রশ্রয়ে এটা ঘটেছে। পুজো নিয়ে হাইকোর্টকে বলতে হবে কেন? পুজো করার জন্য হাইকোর্টে যেতে হবে? এটা কোন ধরনের গণতন্ত্র? সাধারণ মানুষেরই বোঝা উচিত, আমরা কাকে নির্বাচন করে পাঠিয়েছি। নদিয়া, মুর্শিদাবাদে এমন গ্রামও আছে যেখানে সন্ধ্যার পর শঙ্খধ্বনি, উলুধ্বনি পর্যন্ত দেওয়া যায় না। এবার সাধারণ মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে।"



  • Advertisment
  • Jan 31, 2025 16:08 IST

    West Bengal News Live:পুলিশের নজরদারিতে সরস্বতী পুজো

    কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের সরস্বতী পুজো নিয়ে বিতর্ক তৈরি হয়। প্রতি বছর যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজ ও যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজ দুটি আলাদা জায়গায় পৃথক-পৃথক সরস্বতী পুজো করে। এবছর একটি পুজোর জায়গা নিয়ে আপত্তি তোলে অন্য পক্ষ। বিতর্কের জল গড়ায় কলকাতা হাইকোর্টে। সরস্বতী পুজো নিয়ে মামলায় এবার কলকাতা পুলিশকে তৎপর হতে নির্দেশ হাইকোর্টের। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসারের নজরদারিতে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজ এবং যোগেশচন্দ্র চৌধুরী ল' কলেজের সরস্বতী পুজো পরিচালনার নির্দেশ উচ্চ আদালতের।



  • Jan 31, 2025 16:00 IST

    West Bengal News Live:BJP-কে তুলোধনা অভিষেকের

    মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনা নিয়ে এবার বিজেপিশাসিত উত্তর প্রদেশ সরকারকে তুলোধোনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। "এখনও পর্যন্ত মৃতের সংখ্যাই নির্দিষ্ট করে জানাতে পারল না। আমার তো মনে হয় কমপক্ষে ১০০ জন মারা গিয়েছেন।" শুক্রবার দিল্লি রওনা হওয়ার আগে বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বলেছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে আগামিকালের কেন্দ্রীয় বাজেট নিয়েও মুখ খুলেছেন তৃণমূল সাংসদ।

    বিস্তারিত পড়ুন- Abhishek Banerjee:কমপক্ষে ১০০ জনের মৃত্যু, মহাকুম্ভের বিপর্যয় নিয়ে BJP-কে তুলোধনা অভিষেকের



  • Jan 31, 2025 15:06 IST

    West Bengal News Live:মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ দুই মহিলা

    মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ দুই মহিলা। একজনের নাম সবিতা দেবনাথ ও অন্য জন গীতা মণ্ডল। প্রথমজন ক্যানিংয়ের জয়দেব পল্লি শ্মশানঘাট পাড়া এলাকার বাসিন্দা এবং দ্বিতীয়জন গোসাবার দয়াপুরের বাসিন্দা। এরা সকলেই মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নানের জন্য রওনা দিয়েছিলেন। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর থেকে তাঁদের আর খোঁজ মিলছে না। 



  • Jan 31, 2025 14:54 IST

    West Bengal News Live:বঙ্গভবনে বোমাতঙ্ক

    এবার রাজধানী দিল্লির বঙ্গভবনে বোমাতঙ্ক ছড়াল। বঙ্গভবনের পাঁচিলের বাইরে থেকে দুটি সন্দেহজনক বস্তু ছোড়া হয় বলে অভিযোগ। ওই দুটি বস্তুর বোমার মত দেখতে। বঙ্গভবনের আধিকারিকরা তড়িঘড়ি ঘটনা জানান দিল্লি পুলিশকে। ঘটনাস্থলে দ্রুত এসে যায় বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড। সন্দেহজনক ওি দুটি বস্তু নিয়ে গিয়েছে পুলিশ।



  • Jan 31, 2025 14:35 IST

    West Bengal News Live:সন্দীপ ঘোষের স্ত্রীকে সরানো হল আরজি কর থেকে

    এবার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরানো হলো সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে। স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সঙ্গীতা ঘোষকে বদলি করা হচ্ছে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে বেলেঘাটা আইডি হাসপাতালে বদলি করা হচ্ছে। 

    বিস্তারিত পড়ুন- Sandip Ghosh: সন্দীপ ঘোষের স্ত্রীকে সরানো হল আরজি কর থেকে, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য ভবনের



  • Jan 31, 2025 13:54 IST

    West Bengal News Live:সন্দীপ ঘোষের আবেদন খারিজ

    নতুন করে অস্বস্তি বাড়ল সন্দীপ ঘোষের (Sandip Ghosh)। সম্প্রতি আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তার আগে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। হাইকোর্টের নির্দেশ মতো আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে সিবিআইকে। আদালতের বেঁধে দেওয়া সেই সময়সীমা বাড়ানোর আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ। তবে তাঁর সেই দাবি খারিজ করে দিয়েছে আদালত।

    বিস্তারিত পড়ুন-Sandip Ghosh: নতুন করে ফের বিপাকে সন্দীপ ঘোষ, আবেদন খারিজ হাইকোর্টে



  • Jan 31, 2025 12:49 IST

    West Bengal News Live:সল্টলেক সুকান্ত নগরে উত্তেজনা

    সল্টলেকের সুকান্ত নগরে বাড়ি ভাঙতে গিয়ে বাধা প্রশাসনকে। বিধান নগর দক্ষিণ থানার পুলিশ ও বিধান নগর পুর নিগমের আধিকারিকদের বাধা বাসিন্দাদের। বহুতলের বাসিন্দারা গেটে তালা মেরে দাঁড়িয়ে রয়েছেন ভেতরে। তাদের দাবি, তাদের কোনও নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ করে কেন বাড়ি ভাঙার তোড়জোড় প্রশাসনের? প্রশ্ন তুলেছেন তাঁরা। 



  • Jan 31, 2025 12:15 IST

    West Bengal News Live:বাংলায় বিপুল বরাদ্দ

    কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্কে উন্নতি? কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক পদক্ষেপ ঘিরে সেই জল্পনাই পোক্ত হচ্ছে। গ্রামোন্নয়ন মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য ৭৪০ কোটি টাকা ছাড়ার বিষয়ে সবুজ সংকেত দিয়ে দিয়েছে। পঞ্চদশ অর্থ কমিশনের আওতায় চলতি অর্থ বর্ষে দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছে বাংলা।



  • Jan 31, 2025 12:08 IST

    West Bengal News Live:মহাকুম্ভে মৃত-নিখোঁজদের তালিকায় বাংলার পুন্যার্থীরাও

    মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নানে বিরাট বিপর্যয় ঘটে গিয়েছে। কাতারে কাতারে পুন্যার্থীর ভিড়ে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম বহু। মৃত ও জখমদের তালিকায় নাম বাংলার বেশ কয়েকজন পুন্যার্থীর। তবে এরই মধ্যে অভিযোগ উঠছে ডেথ সার্টিফিকেট না দিয়েই মৃতদেহ পরিবারের হাতে তুলে দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। 

    বিস্তারিত পড়ুন- Mahakumbh Stampede:মহাকুম্ভে মহাবিপর্যয়, মৃত-নিখোঁজদের তালিকায় বাংলার পুন্যার্থীরাও, ডেথ সার্টিফিকেট নিয়ে টালবাহানা



  • Jan 31, 2025 10:26 IST

    West Bengal News Live:যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

    গভীর রাতে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার বিধাননগরে। গতকাল রাত দেড়টা নাগাদ ওই যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। আহত যুবককে উদ্ধার করে বিধান নগর উত্তর থানার পুলিশ। বিধান নগর হাসপাতালে নিয়ে গেলে যুবককে মৃত্যু ঘোষণা। যুবকের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ।



  • Jan 31, 2025 10:15 IST

    West Bengal News Live:খুন ভিনরাজ্যের যুবক

    বাংলায় কাজ করতে এসে খুন হয়ে গেলেন ভিন রাজ্যের এক শ্রমিক। হাওড়ার বাঁকরার মণ্ডল পাড়ায় একটি কারখানার ভিতর থেকে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় রয়েছে গভীর ক্ষত। নিহত যুবক ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গিয়েছে। দিন দশেক আগে ওই যুবক হাওড়ার ওই কারখানায় কাজ করতে এসেছিলেন। শুক্রবার ভোররাতে বাঁকরার কারখানার ভিতর থেকে যুবকের দেহ উদ্ধার হয়। নিহত শ্রমিকের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে ডোমজুড় থানা।



  • Jan 31, 2025 09:53 IST

    West Bengal News Live:বৃষ্টি ভাসাবে সরস্বতী পুজো?

    সরস্বতী পুজোর (Saraswati Puja) আগেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে জেলায়-জেলায়। শীতের আমেজ আরও ফিকে হয়েছে। তবে কি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শীতের বিদায়? এরই মধ্যে দুই জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। তবে সরস্বতী পুজোর দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

    বিস্তারিত পড়ুন- Saraswati Puja Weather: বৃষ্টি ভাসাবে সরস্বতী পুজো? শীতের বিদায় নিয়ে মিলল বড় আপডেট



  • Jan 31, 2025 09:50 IST

    West Bengal News Live: খাস কলকাতায় নৃশংস খুন

    কলকাতার বুকে গা শিউরে ওঠার মতো ঘটনা। একেবারে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হল তরুণীকে। ইএম বাইপাসের ধারে মেট্রোপলিটন এলাকায় নৃশংস এই খুনের ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে এলাকার একটি নাম রেস্তোঁরার সামনে আচমকা ওই তরুণীর উপর চড়াও হয় কয়েকজন। তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে এক নাবালক। রক্তাক্ত অবস্থায় গতকাল রাতেই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে।

    বিস্তারিত পড়ুন- Kolkata Murder: খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় তরুণীকে কুপিয়ে খুন, নাবালক-সহ ধৃত ৩



Saraswati Puja Bangla News Bengali News Today news in west bengal news of west bengal
Advertisment