Mahakumbh Stampede:মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নানে বিরাট বিপর্যয় ঘটে গিয়েছে। কাতারে কাতারে পুন্যার্থীর ভিড়ে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম বহু। মৃত ও জখমদের তালিকায় নাম বাংলার বেশ কয়েকজন পুন্যার্থীর। তবে এরই মধ্যে অভিযোগ উঠছে ডেথ সার্টিফিকেট না দিয়েই মৃতদেহ পরিবারের হাতে তুলে দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার।
মৌনী অমাবস্যায় মহাকুম্ভে পুণ্যস্নানে বিরাট বিপর্যয় ঘটে গিয়েছে। পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবার মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়েছেন কোটি-কোটি পুন্যার্থী। সেই তালিকায় রয়েছেন বাংলারও বহু পুন্যার্থী। তবে মহাকুম্ভের বিপর্যয়ের পর হদিশ মিলছে না তাঁদের অনেকেরও। এখনও পর্যন্ত বাংলা থেকে মহাকুম্ভে গিয়ে পদপিষ্ট হয়ে এ রাজ্যের কয়েকজন পুন্যার্থীর মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে রয়েছেন মালদার ইংরেজ বাজারের উত্তর কৃষ্ণপল্লির বাসিন্দা অনিতা ঘোষ।
বাংলার আরও সাত পুন্যার্থী নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। তালিকায় রয়েছেন রানাঘাটের তালপুকুরের বাসিন্দা সুমিত্রা পাল, কলকাতার বাসিন্দা সুবীর নস্কর, পূর্ব মেদিনীপুরের জুনপুটের বাসিন্দা প্রণব কুমার জানা সহ আরও কয়েকজন।
আরও পড়ুন- Malda News: ফের সেই মালদা, চোরাকারবারিদের দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, অস্ত্রের কোপে জখম ১
এদিকে, মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতদের ডেথ সার্টিফিকেট দেওয়া নিয়ে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথদের সরকারের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রে অভিযোগ উঠছে ডেথ সার্টিফিকেট ছাড়াই পাঠিয়ে দেওয়া হচ্ছে মৃতদেহ।
আরও পড়ুন- West Bengal News Live: বাংলায় কাজ করতে এসে নৃশংসভাবে খুন ভিনরাজ্যের যুবক, তদন্তে পুলিশ
বাংলার মৃত এক পুন্যার্থীর ছেলে জানিয়েছেন, তাঁর মায়ের মৃতদেহের ময়না তদন্তই করা হয়নি। দেহ হস্তান্তরের সময় যেসব কাগজপত্র দেওয়া হয়েছে তাতে সেখানকার সরকারি আধিকারিকের সই নেই। ডেথ সার্টিফিকেটও পরে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন- Kolkata Murder: খাস কলকাতায় প্রকাশ্য রাস্তায় তরুণীকে কুপিয়ে খুন, নাবালক-সহ ধৃত ৩
এদিকে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে ২৫ লক্ষ টাকা করে দেওয়ার কতা ঘোষণা করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ডেথ সার্টিফিকেট না পাওয়া গেলে ওই ক্ষতিপূরণের টাকার জন্য কীভাবে আবেদন করা যাবে তা নিয়েও প্রশ্ন উঠেছে।