Sandip Ghosh: সন্দীপ ঘোষের স্ত্রীকে সরানো হল আরজি কর থেকে, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য ভবনের

Sandip Ghosh: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালেই কর্মরত সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ। এবার তাঁকে সরিয়ে দিল স্বাস্থ্য দপ্তর।

Sandip Ghosh: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালেই কর্মরত সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষ। এবার তাঁকে সরিয়ে দিল স্বাস্থ্য দপ্তর।

author-image
IE Bangla Web Desk
New Update
Sandip Ghosh,rg kar case,rg kar monetary corruption case,calcutta high court,west bengal news,sangita ghosh,সন্দীপ ঘোষ, সঙ্গীতা ঘোষ, আরজি কর

Sandip Ghosh: সন্দীপ ঘোষ।

Sandip Ghoshs wife Sangita Ghosh has been transferred from RG Kar Hospital: এবার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরানো হলো সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে। স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সঙ্গীতা ঘোষকে বদলি করা হচ্ছে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে বেলেঘাটা আইডি হাসপাতালে বদলি করা হচ্ছে। 

Advertisment

এদিকে নতুন করে বিপাকে পড়েছেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ্য সন্দীপ ঘোষ। সম্প্রতি আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তার আগে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। হাইকোর্টের নির্দেশ মতো আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠন করতে হবে সিবিআইকে। আদালতের বেঁধে দেওয়া সেই সময়সীমা বাড়ানোর আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ। তবে তাঁর সেই দাবি খারিজ করে দিয়েছে আদালত।

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় প্রধান অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি প্রথম মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছিলেন। সন্দীপ ঘোষের মদতেই আরজি করে যাবতীয় দুর্নীতি চলত বলে অভিযোগ করেন তিনি।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: বাংলার উন্নয়নে বিপুল টাকা পাঠাচ্ছে কেন্দ্র, কেন্দ্র-রাজ্য সম্পর্কে বরফ গলার জোরালো ইঙ্গিত

এদিকে, আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনে অনুমোদন না মেলায় বিপাকে পড়ে গিয়েছিল CBI। তবে এবার স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনে অনুমোদন দিয়েছে। কলকাতা হাইকোর্ট আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছে। সন্দীপ ঘোষ সেই সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছিলেন হাইকোর্টে। তবে তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত।

আরও পড়ুন- Sandip Ghosh: নতুন করে ফের বিপাকে সন্দীপ ঘোষ, আবেদন খারিজ হাইকোর্টে

Bangla News Bengali News Today RG Kar Medical College sandip ghosh RG Kar Case news in west bengal news of west bengal