/indian-express-bangla/media/media_files/2025/09/28/cats-2025-09-28-08-36-11.jpg)
কলকাতায় দুর্গাপুজোয় 'হিন্দু-বিরোধী কর্মকাণ্ড',সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বিতর্কে মুখ খুলল শীর্ষ বিজেপি নেতৃত্ব। ছবি পার্থ পাল
অনেকের হয়তো অপারেশন সিন্দুর সহ্য হচ্ছে না। বিতর্ক আবহে মারাত্মক অভিযোগ সন্তোষ মিত্র স্কোয়ারের অন্যতম পুজো উদ্যোক্তা তথা বিজেপি নেতা সজল ঘোষের। পুলিশের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগে গতকালই এক সাংবাদিক সম্মেলন থেকে কার্যত হুঁশিয়ারি দেন বিজেপি নেতা। এবার বাংলার মাটিতে দুর্গাপুজো বন্ধের 'পুলিশি ষড়যন্ত্রের' বিরুদ্ধে মুখ খুললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে বিজেপি নেতা লিখেছেন, যেভাবে পশ্চিমবঙ্গ সরকার এ বছর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্বোধনকৃত সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো বন্ধ করার জন্য সমস্ত সম্ভব চেষ্টা করছে, তা চরম লজ্জাজনক। তৃণমূল নেতৃত্বাধীন মমতা প্রশাসন দেবী দুর্গার আরাধনায় বাধা দিচ্ছে। পুজো শুরু হওয়ার আগেই বাধা দেওয়ার চেষ্টা করা থেকে শুরু করে পরে ‘অপারেশন সিন্দুর’-এর লাইট-এবং-সাউন্ড শো-র বিরোধিতা, প্রতিটি পদক্ষেপই দেশের নাগরিকদের জাতীয় গর্ব থেকে বঞ্চিত করার সাক্ষ্য বহন করছে। কলকাতার রাস্তায় এমনভাবে ব্যারিকেড বসানো হচ্ছে যাতে মানুষ মন্ডপে যেতে না পারেন। দেবী দুর্গার আরাধনা বন্ধ করতে সরকার যে কাজ করছে তা অত্যন্ত লজ্জাজনক"।
The way the West Bengal government is making every possible effort to stop the Durga Puja at Santosh Mitra Square, inaugurated this year by Union Home Minister Amit Shah, is utterly shameful.
— Amit Malviya (@amitmalviya) September 27, 2025
The TMC-led Mamata administration is obstructing the worship of Goddess Durga. From… pic.twitter.com/h0BlbLJFLE
তিনি আরও লিখেছেন, "পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে দাঁড়িয়েছে যে পুজা আয়োজকরা সতর্ক করেছেন, “এভাবে যদি বাধা দেওয়া অব্যাহত থাকে, তবে আমাদের বাধ্য হয়ে দশমীর আগে মূর্তির বিসর্জন দিতে হতে পারে।” যদি ভারতের মাটিতে, কলকাতার প্রাণকেন্দ্রে এই ধরনের হিন্দু-বিরোধী কর্মকাণ্ড ঘটতে দেওয়া হয়, তবে মমতা প্রশাসনকে এর চরম বিরোধিতার মুখোমুখি হতে হবে"।
আরও পড়ুন- উৎসব আবহে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ৩৯, গুরুতর আহত কমপক্ষে ৫০, শোকপ্রকাশ মোদীর
সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘিরে পুলিশি অসহযোগিতার বিরাট অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের। তিনি গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন, "আমাদের থিম যেহেতু অপেরেশন সিন্দুর, আমাদের থিম অনেকের সহ্য হয়নি। কাল থেকে আমরা চক্রান্তের গন্ধ পাচ্ছি। মাঠের ভিতর রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আমরা সেগুলি সরিয়ে দিই। যারা এর প্রজোকেশন দেখাচ্ছে তাদের পুলিশ লাইসেন্স, জিএসটি দেখতে চাইছে। আমরা সরকার, কোর্টের সকল নির্দেশ মেনে পুজো করছি। ৯০ বছরের পুজো। এবারের থিম অনেকের সহ্য হয়নি। পুলিশের সঙ্গে ঝগড়া করে পুজো সম্ভব নয়। পুলিশ এই পুজো বন্ধ করার সকল প্রচেষ্টা করছে। পুলিশ চিঠি দিলে পুজো বন্ধ করে দেবো। পুলিশ বলেছে অডিও-ভিজ্যুয়াল চালানো যাবে না। ৪০ ফুটের রাস্তার বন্ধ করে ৪-৫ ফুটের রাস্তা দিয়ে মানুষকে প্রবেশ করানো হচ্ছে"।