Sayani Ghosh: এবার ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে একদা সেখানকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা আরাবুল ইসলামকে (Arabul Islam) নাম না করে বেনজির আক্রমণ যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষের (Sayani Ghosh)। "তৃণমূলের মধ্যে যারা দলের পিঠে ছুরি মেরেছে তাদের শানাক্ত করুন।" নাম না করে এভাবেই আরাবুল ইসলামকে তুলোধনা সায়নী ঘোষের।
গত কয়েকদিন ধরেই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla) ও আরাবুল ইসলামের অনুগামীদের মধ্যে সংঘর্ষ চলছে। শওকত মোল্লার অনুগামীদের দাবি, আরাবুল ইসলামের বাহিনী তাদের উপর হামলা চালাচ্ছে। এর আগে গ্রেফতার হতে হয়েছিল আরাবুল ইসলামকে। জেল থেকে বেরোনোর পর শওকত মোল্লাকে 'হার্মাদ' বলে কটাক্ষ করেছিলেন আরাবুল ইসলাম। ভাঙড়ে শওকত-আরাবুল এখন দুটি শিবির তৃণমূলের বেশ প্রকট।
ঠিক এই আবহে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তৃণমূলের কর্মী সভার আয়োজন করা হয়েছিল। শওকত মোল্লার উপস্থিতিতেই সেই কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে আরাবুল ইসলামকে তুলোধনা করতে দেখা গিয়েছে যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষকে।
আরও পড়ুন- Humayun Kabir: জুনিয়র ডাক্তারদের লাগাতার হুমকি হুমায়ুনের, সুপ্রিম কোর্টে 'নালিশ', শুনেই কী বললেন তৃণমূল বিধায়ক?
আরও পড়ুন- Suvendu Adhikari: 'মমতা ব্যানার্জিই সমস্যার মূল কারণ', সাগর দত্তের ঘটনায় মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ বিরোধী দলনেতার
কী বলেছেন সায়নী ঘোষ?
"তৃণমূলের মধ্যে যারা দলের পিঠে ছুড়ি মেরেছে তাদের শনাক্ত করুন। যারা শওকত মোল্লার সামনে বলেছে দাদা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি, আর শওকত মোল্লা চলে যাওয়ার পর বলেছিল কে শওকত? তাকে চিনি না....তাদের আগে শনাক্ত করুন। গদ্দার হঠাও, ভাঙড় বাঁচাও। সিপিএম, বিজেপি, ISF পরে হবে, আগে নিজেদের দলে যে গদ্দার আছে তাদের শনাক্ত করতে হবে। তাদের ঝেড়ে ফেলতে হবে।"
আরও পড়ুন- Junior Doctor's protest: স্বাস্থ্যে আবারও বড়সড় সংকটের আশঙ্কা! ফের টানা কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের