Advertisment

Manoj Mitra: প্রয়াত মনোজ মিত্র, শোকবার্তায় কী লিখলেন মুখ্যমন্ত্রী?

Manoj Mitra Death: বাংলা চলচ্চিত্র জগতে আরও এক নক্ষত্রের পতন। মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন কিংবদন্তী অভিনেতা-নাট্যকার মনোজ মিত্র। ৮৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন মনোজ মিত্র।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Manoj Mitra Death: প্রয়াত মনেজা মিত্র

Manoj Mitra :মনোজ মিত্র।

Mamata Banerjee on Manoj Mitra Death:  কিংবদন্তী অভিনেতা মনোজ মিত্রের প্রয়াণে শোকগ্রস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে প্রবীণ অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। "বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য।" সোশ্যাল মিডিয়ায় পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রখ্যাত অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাঁর সমসাময়িক শিল্পী থেকে শুরু করে নবীন প্রজন্মের শিল্পীরাও।

Advertisment

বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতীম অভিনেতা মনোজ মিত্র মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন। ৮৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তী অভিনেতা ও প্রবীণ নাট্যকার। মনোজ মিত্রের প্রয়াণে শোকাহত গোটা চলচ্চিত্র মহল। তাঁর প্রজন্ম থেকে শুরু করে বর্তমান প্রজন্মের অভিনেতা-অভিনেত্রী সহ টলিপাড়ার সব শিল্পীরা মনোজ মিত্রের প্রয়াণে শোক প্রকাশ করেছেন। বর্ষীয়ান অভিনেতার প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডলে কী লিখেছেন মুখ্যমন্ত্রী?

"প্রখ্যাত নট, নাট্যকার ও পরিচালক, 'বঙ্গবিভূষণ' মনোজ মিত্র'র প্রয়াণে শোকাহত হলাম। বাংলা থিয়েটার ও চলচ্চিত্র জগতে তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের সমবেদনা জানাই।"

আরও পড়ুন- Biman Bose Hospitalised: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বিমান বসু, এখন কেমন আছেন বামফ্রন্ট চেয়ারম্যান?

আরও পড়ুন- Bengal Weather: বঙ্গে জাঁকিয়ে শীত কবে, পারদ পতনের দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দফতর

মনোজ মিত্রের প্রয়াণে শোক প্রকাশ করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায় থেকে শুরু করে শতাব্দী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, বিপ্লব চট্টোপাধ্যায়ের মতো সেলিব্রেটিরা। বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় বলেন, "আমি নিজেই কয়েকদিন ধরে খুব অসুস্থ। আজ সকালে মনোজদার খবরটা পেয়ে মনটা খারাপ হয়ে গেল। ভীষণ ভালো একজন মানুষ ছিলেন। প্রকৃতির নিয়মে তো একদিন সকলকেই এই কঠিন সত্যের মুখোমুখি হতে হয়।"

আরও পড়ুন- RG Kar case: 'বিনীত গোয়েল নিজে আমাকে ফাঁসিয়েছেন', প্রিজন ভ্যান থেকে ফের চিৎকার সঞ্জয় রায়ের

প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় বলেন, "অত্যন্ত মর্মান্তিক একটা ব্যাপার। শিল্পী হিসেবে অতুলনীয়। আর মানুষ হিসেবে কিছু বলারই নেই। অত্যন্ত গুণী একজন মানুষ ছিলেন। ওঁর প্রত্যেকটা কথা এত মজার ছিল যে শুনেই হাসি পেত। আমরাও খুব মজা করতাম। গুণী মানুষ চলে গেলেন।"

Death CM Mamata banerjee Manoj Mitra
Advertisment