SCO Summit China: SCO শীর্ষ সম্মেলনে বিরাট জয় ভারতের, শাহবাজের সামনে পাকিস্তানের 'অপমান', ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা

SCO Summit China: চিনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে কোনঠাসা পাকিস্তান। সম্মেলনে অংশগ্রহণকারী সদস্য দেশগুলি গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

SCO Summit China: চিনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে কোনঠাসা পাকিস্তান। সম্মেলনে অংশগ্রহণকারী সদস্য দেশগুলি গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

SCO শীর্ষ সম্মেলনে বিরাট জয় ভারতের

SCO Summit China: চিনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও শীর্ষ সম্মেলনে কোনঠাসা পাকিস্তান। সম্মেলনে অংশগ্রহণকারী সদস্য দেশগুলি গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতকে পূর্ণ সমর্থন করেছে সদস্যদেশগুলি। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও এই বৈঠকে উপস্থিত থাকলেও ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ এবং পহেলগাঁও হামলার প্রসঙ্গ সরাসরি অন্তর্ভুক্ত করা হয়। 

Advertisment

তিয়ানজিন ঘোষণাপত্রে স্পষ্টভাবে বলা হয়েছে, এসসিও সদস্য দেশগুলি সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তারা জানিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও ধরনের 'দ্বিমুখী নীতি' বরদাস্ত করা হবে না। একইসঙ্গে, পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন- SCO মঞ্চে 'বিরাট কাণ্ড'!পাক প্রধানমন্ত্রীর পাশ দিয়ে হেঁটে গেলেও 'ঘুরেও তাকালেন না' মোদী-পুতিন, দেখুন ভিডিও

Advertisment

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় 'হুমকি' বলে অভিহিত করেন। তিনি বলেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের শিকার এবং পহেলগাঁও হামলা সমগ্র মানবতার উপর এক নৃশংস আক্রমণ। মোদী জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধ লড়াইয়ের কোন বিকল্প নেই এবং এসসিও সেই প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এদিকে, সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই নেতা একই গাড়িতে যাত্রা করেন, যার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তেজনার আবহে মোদীর এই চিন সফর কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।শীর্ষ সম্মেলনে ভারতের উদ্যোগকেও বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ঘোষণাপত্রে ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ’- এই ধারণাকে কে সমর্থন জানানো হয়। 

আরও পড়ুন-SCO সামিট থেকেই পাকিস্তানকে নিশানা, সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা মোদীর

SCO