sco summit 2025:SCO মঞ্চে 'বিরাট কাণ্ড'!পাক প্রধানমন্ত্রীর পাশ দিয়ে হেঁটে গেলেও 'ঘুরেও তাকালেন না' মোদী-পুতিন, দেখুন ভিডিও

sco summit 2025:এসসিও শীর্ষ সম্মেলনে ঘটল এক নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাশ দিয়ে হেঁটে গেলেন, ঘুরেও তাকালেন না।

sco summit 2025:এসসিও শীর্ষ সম্মেলনে ঘটল এক নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাশ দিয়ে হেঁটে গেলেন, ঘুরেও তাকালেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
sco-summit-2025-

SCO মঞ্চে 'বিরাট কাণ্ড'

sco summit 2025:এসসিও শীর্ষ সম্মেলনে ঘটল এক নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাশ দিয়ে হেঁটে গেলেন, ঘুরেও তাকালেন না। কিছুটা অস্বস্তিতে পাক প্রধানমন্ত্রী শুধুমাত্র নীরবে তাকিয়ে রয়েছে দুই শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানের দিকে। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisment

আরও পড়ুন- SCO সামিট থেকেই পাকিস্তানকে নিশানা, সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া বার্তা মোদীর

চিনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত এসসিও বৈঠকে অংশ নিতে দীর্ঘ সাতবছর পর চিন সফরে প্রধানমন্ত্রী মোদী।সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-সহ একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে মোদী সম্পূর্ণভাবে উপেক্ষা করেছেন। কূটনৈতিক মহলের মতে, এই আচরণে মোদী স্পষ্ট বার্তা দিতে চায় পাকিস্তানকে—ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার কড়া অবস্থান বজায় রাখবে, আর সন্ত্রাস ও সংলাপ একসঙ্গে চলতে পারে না।

Advertisment

আরও পড়ুন-প্রবল কম্পনে দুলে উঠল পৃথিবী! মৃত্যুমিছিলে হাহাকার, বুকফাটা কান্না, ধ্বংসস্তূপ সরিয়ে চলছে চেনা মুখের সন্ধান

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান কক্ষের ভিতর  প্রবেশের পর প্রধানমন্ত্রী মোদী প্রথমেই পুতিনের সঙ্গে উষ্ণ অভিবাদন বিনিময় করেন। এরপর দু’জনে মিলে শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেন। তারপর তাঁরা কথোপকথন চালিয়ে এগিয়ে যান। এ সময় মঞ্চে দাঁড়িয়ে ছিলেন শাহবাজ শরীফ। তিনি বারবার মোদী ও পুতিনের দিকে তাকালেও, তাঁকে উপেক্ষা করে দু’জনেই সামনে এগিয়ে যান।

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এসসিও সম্মেলনের মঞ্চ থেকেই পাকিস্তানকে কঠোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী। শাহবাজ শরীফকে প্রকাশ্যে উপেক্ষা করে তিনি ফের স্পষ্ট করে দিলেন—ভারতের অবস্থান অপরিবর্তিত, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া দেশগুলির সঙ্গে আলোচনার কোনও সুযোগ নেই।

আরও পড়ুন- ট্রাম্পের শুল্ক আরোপের মাঝে আরও কাছে ভারত-রাশিয়া-চিন! মোদীকে আলিঙ্গন পুতিনের

SCO Putin Vladimir Putin modi